পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আচার্যের তলব, যাবেন কি না জানতে উচ্চশিক্ষা দপ্তরে চিঠি উপাচার্যর - আচার্যের তলব

গতকাল রাজনৈতিক মহলের অনেকেই মনে করেছিলেন এবার মিটতে চলেছে রাজ্য-রাজ্যপাল সংঘাত ৷ রাজ্যপালের কথার ইঙ্গিত ছিল কিছুটা এমনই ৷ তবে, একদিনের মধ্যেই এই সংঘাত ফেরার ইঙ্গিত মিলল ৷ আচার্যর তলবে যাবেন কি না তা নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের মতামত জানতে চেয়ে চিঠি দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ৷ আর তাতেই ফের সংঘাত বাড়ার আভাস পাচ্ছেন অনেকে ৷

উচ্চশিক্ষা দপ্তরে চিঠি উপাচার্যর
উচ্চশিক্ষা দপ্তরে চিঠি উপাচার্যর

By

Published : Jan 3, 2020, 8:32 PM IST

কলকাতা, 3 জানুয়ারি : "২০২০ সাল সম্পূর্ণ আলাদা একটা বছর হবে ।" গতকাল রাজ্যপাল জগদীপ ধনকড়ের এই কথাকে রাজ্যের সঙ্গে তাঁর সংঘাত মেটার ইঙ্গিত বলেই মনে করেছিল রাজনৈতিক মহল ৷ তবে, একদিন কাটতে না কাটতেই ফের নতুন করে মাথাচাড়া দিয়ে উঠল রাজ্য-রাজ্যপাল সংঘাত ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুই সহ-উপাচার্য ও রেজিস্ট্রারকে 6 জানুয়ারি রাজভবনে তলব করেন রাজ্যপাল ৷ সূত্রের খবর, সেই বৈঠকে যোগ দেবেন কি না তা নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের মতামত জানতে উপাচার্য সুরঞ্জন দাশ চিঠি পাঠিয়েছেন ৷ উপাচার্য রাজ্যপালের তলবে না গিয়ে এড়িয়ে যেতে পারেন, এমন সম্ভাবনাই প্রবল বলে জানা যাচ্ছে বিশ্ববিদ্যালয় সূত্রে ৷ আর তাতেই ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত বাড়ার আভাস পাচ্ছেন অনেকে ৷

গত বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে আচার্যকে চান না এই দাবি জানিয়ে ডেপুটেশন জমা দিয়েছিল একাধিক ছাত্র সংগঠন ৷ পড়ুয়াদের বক্তব্যকে প্রাধান্যে রেখে প্রথমে এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে ও তারপর কোর্ট বৈঠকে বিশেষ সমাবর্তন অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ কিন্তু, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত মানতে চাননি আচার্য ৷ তিনি প্রথমে 23 ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকে অংশ নিতে ক্যাম্পাসে আসেন ৷ সেখানে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন তিনি ৷ 24 ডিসেম্বর সমাবর্তনে অংশ নিতে গিয়েও ফের পড়ুয়াদের একাংশের বিক্ষোভের মুখে পড়েন ৷ সমাবর্তনে অংশ না নিয়েই ফিরে যেতে হয় তাঁকে ৷ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন জগদীপ ধনকড় ৷

ক্ষুব্ধ ধনকড় মুখ্যমন্ত্রীকে 15 দিনের মধ্যে বৈঠকের জন্য ডাকেন রাজ্যপাল ৷ পাশাপাশি, 13 জানুয়ারি রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বৈঠকের জন্য ডাকেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে 31 ডিসেম্বর শিক্ষামন্ত্রী তাঁর সঙ্গে দেখা করেন ৷ বৈঠকে খুশি বলেও জানান ধনকড় ৷ তারপরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বিশৃঙ্খলতা নিয়ে জানতে 30 ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাশ, দুই সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য ও প্রদীপকুমার ঘোষ এবং রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে তলব করেন তিনি ৷ এই বৈঠকে যাবেন কি না তা নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের মতামত নিতেই চিঠি পাঠিয়েছেন উপাচার্য ৷ বিধানসভায় পাশ হওয়া রাজ্যপালের আচার্য হিসেবে ক্ষমতা খর্বের নতুন বিধি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখবেন ৷ উচ্চশিক্ষা দপ্তর আচার্যর সঙ্গে যোগাযোগ করবে ৷

বৈঠকে অংশগ্রহণ করা নিয়ে পাঠানো উপাচার্যের চিঠির উত্তর এখনও উচ্চশিক্ষা দপ্তর থেকে আসেনি ৷ তাই যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 6 জানুয়ারির বৈঠক এড়িয়ে যেতে পারে । বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, 6 জানুয়ারি উপাচার্য সুরঞ্জন দাশ থাকছেন না কলকাতায় । তাই রাজ্যপালের ডাকা বৈঠক না হওয়ার সম্ভাবনাই প্রবল । জানা গেছে, উচ্চশিক্ষা দপ্তরকে পাঠানো চিঠিতে বৈঠকে অংশগ্রহণ করার বিষয়ে মতামত চাওয়ার পাশাপাশি উপাচার্যের না থাকার বিষয়টিও জানানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details