কলকাতা, 3 জানুয়ারি : "২০২০ সাল সম্পূর্ণ আলাদা একটা বছর হবে ।" গতকাল রাজ্যপাল জগদীপ ধনকড়ের এই কথাকে রাজ্যের সঙ্গে তাঁর সংঘাত মেটার ইঙ্গিত বলেই মনে করেছিল রাজনৈতিক মহল ৷ তবে, একদিন কাটতে না কাটতেই ফের নতুন করে মাথাচাড়া দিয়ে উঠল রাজ্য-রাজ্যপাল সংঘাত ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুই সহ-উপাচার্য ও রেজিস্ট্রারকে 6 জানুয়ারি রাজভবনে তলব করেন রাজ্যপাল ৷ সূত্রের খবর, সেই বৈঠকে যোগ দেবেন কি না তা নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের মতামত জানতে উপাচার্য সুরঞ্জন দাশ চিঠি পাঠিয়েছেন ৷ উপাচার্য রাজ্যপালের তলবে না গিয়ে এড়িয়ে যেতে পারেন, এমন সম্ভাবনাই প্রবল বলে জানা যাচ্ছে বিশ্ববিদ্যালয় সূত্রে ৷ আর তাতেই ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত বাড়ার আভাস পাচ্ছেন অনেকে ৷
গত বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে আচার্যকে চান না এই দাবি জানিয়ে ডেপুটেশন জমা দিয়েছিল একাধিক ছাত্র সংগঠন ৷ পড়ুয়াদের বক্তব্যকে প্রাধান্যে রেখে প্রথমে এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে ও তারপর কোর্ট বৈঠকে বিশেষ সমাবর্তন অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ কিন্তু, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত মানতে চাননি আচার্য ৷ তিনি প্রথমে 23 ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকে অংশ নিতে ক্যাম্পাসে আসেন ৷ সেখানে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন তিনি ৷ 24 ডিসেম্বর সমাবর্তনে অংশ নিতে গিয়েও ফের পড়ুয়াদের একাংশের বিক্ষোভের মুখে পড়েন ৷ সমাবর্তনে অংশ না নিয়েই ফিরে যেতে হয় তাঁকে ৷ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন জগদীপ ধনকড় ৷