কলকাতা, 6 ডিসেম্বর : শীতের রাতে শহরে দুষ্কৃতীদের তাণ্ডব । এবার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ক্লাবে ভাঙচুর চালাল একদল দুষ্কৃতী । শনিবার রাত এগারোটা নাগাদ নাকতলা উদয়ন সংঘ ক্লাবে ব্যাপক ভাঙচুর চালানো হয় । এক স্থানীয় বাসিন্দার মাথা ফাটিয়ে দেওয়া হয় । গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ।
জানা গেছে, ওই এলাকায় সন্ধেবেলা বাইক রেসারদের তাণ্ডব চলছিল । অভিযোগ, এতে বাধা দেওয়ায় ওই যুবকরা প্রথমে হুমকি দেয় । পরে তারাই দলবল নিয়ে এসে হামলা চালায় । প্রত্যক্ষদর্শীদের দাবি, রাত এগারোটা নাগাদ 10 থেকে 15টি বাইকে একদল যুবক এসে ক্লাবের ভেতরে ঢুকে পড়ে । ক্লাবের দুটি ঘরের আয়না ও কাচ ভেঙে ফেলে তারা । বাইরে থেকে ইঁট ছুঁড়ে দোতলার কাচ ভেঙে দেওয়া হয় । ঘটনার সময় সময় প্রাণ বাঁচাতে ছাদে পালিয়ে যান ক্লাবের কেয়ারটেকার । ক্লাবে তাণ্ডব চালিয়ে ফেরার পথে দুষ্কৃতীরা স্থানীয় বাসিন্দা পান্নালাল ঘোষের মাথা ফাটিয়ে দেয় । তাঁকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় । তাঁর মাথায় 7টি সেলাই পড়েছে । ক্লাবের সিসিটিভি ক্যামেরা খারাপ থাকায় ক্লাবের ভিতরে দুষ্কৃতীদের কোনও ছবি পাওয়া যায়নি । তবে প্রতিবেশীরা ঘটনার ছবি ক্যামেরা বন্দি করেছেন ।