কলকাতা, 13 ফেব্রুয়ারি: আগামীকাল ভ্যালেন্টাইনস ডে ৷ ভালোবাসা উদযাপনের এই বিশেষ দিনে শহরের পার্ক, রেস্তরাঁগুলিতে যে প্রেমিক-প্রেমিকাদের ভিড় উপচে পড়বে, তা বলার অপেক্ষা রাখে না ৷ বিশেষ করে নতুন প্রেমের ছোঁয়া যাদের লেগেছে, তারা নিশ্চিতভাবে প্রেমদিবস উদযাপনে মাতবেন ধরে নেওয়া যায় ৷ কিন্তু পদ্মে যেমন কাঁটা থাকে, তেমনই বিশেষ এই দিনে রোডসাইড রোমিওদের বাড়বাড়ন্ত হয় শহরের পথঘাটে৷ এই রোডসাইড রোমিওদের শায়েস্তা করতেই এবছর 14 ফেব্রুয়ারি রাস্তায় নামবে কলকাতা পুলিশের উইনার্স বাহিনী (Valentines Day Security Charge on Winners Team) ৷
শহরের রাজপথে ভ্যালেটাইন্স ডে-তে কোনরকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা সুনিশ্চিত করতে চাইছে লালবাজার ৷ সেই কারণে শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে, বিশেষ করে যেখানে লোকজনের ভিড় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে নজর থাকবে কলকাতা পুলিশের প্রমিলা বাহিনী অর্থাৎ, উইনার্স বাহিনীর ৷ ভালোবাসা উদযাপনের দিনে মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করছে লালবাজার ৷ সেখানে মহিলারা কোনও সমস্যায় পড়লে যাতে, সহজে নিজেদের কথা তুলতে ধরতে পারেন, সেই কারণে উইনার্স বাহিনীকে নামানো হচ্ছে ৷
লালবাজার সূত্রে খবর, উইনার্স বাহিনীকে আগামিকালের জন্য এই বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে ৷ শহরের রাস্তায় কোন অবাঞ্ছিত ঘটনা চোখে পড়লেই তাঁরা দ্রুত সেখানে আইনি পদক্ষেপ নেবেন এবং স্থানীয় থানার অফিসার ইনচার্জকে তৎক্ষণাৎ বিষয়টি সম্পর্কে জানাবেন ৷ ভ্যালেন্টাইন্স ডে এর দিন কলকাতা পুলিশের উইনার্স বাহিনীর সদস্যদের মোট চারটি ভাগে ভাগ করা হয়েছে ৷ স্কুটি নিয়ে তাঁরা শহরের গুরুত্বপূর্ণ স্থান, বিভিন্ন পার্কে এবং বিনোদন ক্ষেত্রে আশেপাশের এলাকাগুলিতে টহল দেবেন বলে জানা গিয়েছে ৷