পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শুক্রবার রাজ্যে এল না ভ্যাকসিন, কবে আসবে জানে না স্বাস্থ্য দপ্তর - রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী।

শুক্রবার এ রাজ্যে কোভিড-19 এর ভ্যাকসিন এসে পৌঁছাবার কথা ছিল ৷ দিন পেরিয়ে গেলেও রাজ্যের স্বাস্থ্য দপ্তরের হাতে এল না ভ্যাকসিন ৷ এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "বৃহস্পতিবার জানানো হয়েছিল শুক্রবার ভ্যাকসিন আসবে। কিন্তু ভ্যাকসিন আসেনি। কবে আসবে তাও জানানো হয়নি।"

কোভিড ১৯  ভ্যাকসিন
কোভিড ১৯ ভ্যাকসিন

By

Published : Jan 9, 2021, 8:01 AM IST

কলকাতা, 9 জানুয়ারি: আসবে বলেও শুক্রবার রাজ্যে এল না কোভিড-19-এর ভ্যাকসিন। কবে আসবে, কবে থেকে দেওয়া হবে ভ্যাকসিন, এখনও পর্যন্ত তাও জানানো হল না রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে। তবে, ভ্যাকসিনের ড্রাই রান অর্থাৎ মহড়া শুক্রবার ভালোভাবেই হয়েছে।


রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছিল, শুক্রবার এ রাজ্যে ভ্যাকসিন পাঠানো হবে। তবে, কোভিড-19-এর কোন ভ্যাকসিন পাঠানো হবে, কত পরিমাণে পাঠানো হবে, এ সব বিষয়ে স্বাস্থ্য মন্ত্রকের তরফে শুক্রবার পর্যন্তও কিছু জানানো হয়নি। এই ধরনের পরিস্থিতি সত্ত্বেও শুক্রবার এ রাজ্যে ভ্যাকসিন এসে পৌঁছবে, তার জন্য অপেক্ষায় ছিল স্বাস্থ্য দপ্তর। তবে, দিন শেষ হয়ে গেলেও, শুক্রবার কোনও ভ্যাকসিন-ই এল না এ রাজ্যে। কবে আসবে এই ভ্যাকসিন, তাও জানানো হয়নি। এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "বৃহস্পতিবার জানানো হয়েছিল শুক্রবার ভ্যাকসিন আসবে। কিন্তু ভ্যাকসিন আসেনি। কবে আসবে তাও জানানো হয়নি।"


কবে থেকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করা হবে, সেই বিষয়েও এখনও পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রকের তরফে স্বাস্থ্য দপ্তরকে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা‌। জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য কোভিড-19-এর দুটি ভ্যাকসিন কোভিশিল্ড এবং কোভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী 13 জানুয়ারি থেকে দেশে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করা হবে বলেও ইতিমধ্যেই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এদিকে, শুক্রবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে, আগামী সোমবার ভ্যাকসিন দেওয়ার বিষয়টি নিয়ে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


এদিকে, 2 জানুয়ারির পরে শুক্রবার ভ্যাকসিনের মহড়া হয়েছে। শুক্রবার এ রাজ্যের প্রতিটি জেলার তিনটি করে সেন্টারে হয়েছে এই মহড়া। তবে, কলকাতায় এস এস কে এম হাসপাতাল, এন আর এস মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং কলকাতা পৌরনিগমের 31 নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি আরবান প্রাইমারি হেলথ সেন্টার (ইউপিএইচসি)-এ এই মহড়া চলবে বলে প্রথমে জানানো হলেও, পরে জানানো হয় এই তিনটি সেন্টারের পাশাপাশি কলকাতার আরও তিনটি সরকারি মেডিকেল কলেজে এই মহড়া চলবে। অর্থাৎ, কলকাতার প্রতিটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের পাশাপাশি ওই ইউপিএইচসি-তেও চলবে ভ্যাকসিনের মহড়া। এই মহড়া শুক্রবার ভালোভাবে হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী।

ABOUT THE AUTHOR

...view details