কোরোনা , 29 অক্টোবর : কোরোনা সংক্রমণ প্রতিরোধে যে সব স্বাস্থ্যকর্মী রয়েছেন তাঁদের প্রথম দফাতেই কোরোনার ভ্যাকসিন দেওয়া হবে । সরকারি হাসপাতালে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীর সঙ্গেই রাজ্যের সব পৌর সাফাইকর্মী , আশা ও ICDS কর্মীরা প্রথম সারির কোরোনা যোদ্ধা ৷ তাই তাঁদের প্রথম দফাতেই কোরোনা ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । কোরোনা মোকাবিলায় কলকাতা-সহ রাজ্যের অনেক পৌরকর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন । কয়েকজন পৌরকর্মী কোরোনায় আক্রান্ত হয়ে মারাও গেছেন । তাই এই সময় যে সকল কর্মী প্রথম সারিতে লড়াই চালাচ্ছেন তাঁদের প্রথম ধাপেই ভ্যাকসিনের জন্য তালিকায় নাম রাখার নির্দেশ দিয়েছেন পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম । এবিষয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের নোডাল অফিসার সৌমিত্র মোহনকে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে পৌর দপ্তরের পক্ষ থেকে ।
রাজ্যের সব পৌর সাফাইকর্মী, স্বাস্থ্যকর্মী-সহ কোরোনা-যোদ্ধাদের প্রথম ধাপেই ভ্যাকসিন : ফিরহাদ হাকিম - corona_vaccine
গতকাল কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক তথা রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, রাজ্যের সব পৌর সাফাইকর্মী, স্বাস্থ্যকর্মী-সহ এই পরিস্থিতিতে যেসব পৌরকর্মী প্রথম সারিতে দাঁড়িয়ে সংক্রমণের বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন তাঁদের প্রথম ধাপেই ভ্যাকসিন প্রাপকের তালিকায় নাম রাখতে নির্দেশ দেওয়া হয়েছে ।
গতকাল কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক তথা রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, রাজ্যের সব পৌর সাফাইকর্মী, স্বাস্থ্যকর্মী-সহ এই পরিস্থিতিতে যেসব পৌরকর্মী প্রথম সারিতে দাঁড়িয়ে সংক্রমণের বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন তাঁদের প্রথম ধাপেই ভ্যাকসিন প্রাপকের তালিকায় নাম রাখতে নির্দেশ দেওয়া হয়েছে । সেই সঙ্গে ICDS ও আশাকর্মীদের প্রথম ধাপেই ভ্যাকসিন দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি । সরকারি হাসপাতালে ল্যাবরেটরি টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার, ইলেকট্রিশিয়ান, ডায়েটিশিয়ান, ফার্মাসিস্ট, ফিজ়িওথেরাপি, ডেটা এন্ট্রি অপারেটর ছাড়াও ডাক্তার, নার্স ও ডাক্তার-নার্সিং পড়ুয়াদের ভ্যাকসিন প্রাপকের প্রথম তালিকায় রাখা হয়েছে । সেই সঙ্গে কোরোনার মৃতদেহ সৎকার যারা করেন ও অ্যাম্বুলেন্সচালক এমনকী নিরাপত্তাকর্মীদেরও প্রথম ধাপে ভ্যাকসিন প্রাপকদের তালিকা রাখা হয়েছে । পাশাপাশি, রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রথম সারির কোরোনা যোদ্ধা হিসেবে জাতীয় স্বাস্থ্য মিশনে ভ্যাকসিন প্রাপকদের তালিকা পাঠানো হয়েছে ৷ তাতে অ্যালোপ্যাথি, ডেন্টিস্ট, হোমিওপ্যাথি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রথম সারির ভ্যাকসিনের তালিকায় রাখা হয়েছে ।
জেলা ও ব্লক হাসপাতাল থেকে শুরু করে গ্রামের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের প্রথম দফায় ভ্যাকসিন প্রাপকদের তালিকা রাখা হয়েছে । বহু স্বাস্থ্যকর্মী চিকিৎসক কোরোনা সংক্রমণ প্রতিরোধে লড়াই করতে গিয়ে কোরোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন । তাই রাজ্যের সমস্ত সামনের সারির কর্মীদের ভ্যাকসিন প্রাপক তালিকায় প্রথম জায়গা দেওয়া হয়েছে ।
TAGGED:
corona_vaccine