কলকাতা, 11 মে : আজ থেকে শুরু হল পরিবহনকর্মী ও হকারদের করোনা টিকাকরণ । কলকাতা পৌরনিগমের উদ্যোগে শহরের দুই প্রান্তে করোনার টিকাকরণের জন্য দুটি সেন্টার তৈরি করা হয়েছে । কলকাতা পৌরনিগমের ময়দান টেন্ট ক্লাব ও চেতলার অহিন্দ্র মঞ্চ থেকে টিকাকরণ শুরু করা হয়েছে । উল্লেখ্য, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, সমস্ত পরিবহন কর্মীদের বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়া হবে । সরকারি-বেসরকারি বাস-ট্যাক্সি সমস্ত পরিবহন কর্মীদেরই করোনার টিকা দেওয়া হবে । বাসের চালক, সহযোগী, ট্যাক্সিচালক সহ হকারদের টিকা দেওয়া হবে।
বাসচালক, ট্যাক্সিচালক ও তাঁদের সহযোগীদের লাইসেন্স ও সচিত্র পরিচয়পত্র দেখিয়ে করোনার টিকা নিতে হবে । হকারদের ক্ষেত্রে সচিত্র পরিচয়পত্র সঙ্গে নিজেদের এলাকার থানা থেকে সার্টিফিকেট তৈরি করিয়ে নিয়ে গেলেই টিকা দিয়ে দেওয়া হবে । আজ প্রথম দিন 100 জনের টিকাকরণ করা হবে । এরপর প্রতিদিন 500 জন করে টিকাকরণের লক্ষ্যমাত্রা স্থির করেছে কলকাতা পৌরনিগম।
পরিবহন দফতরের দায়িত্বের প্রথম দিনই পরিবহন কর্মী ও হকারদের টিকাকরণের ব্যবস্থা করলেন ফিরহাদ হাকিম । এদিন কলকাতা পৌরনিগমের ময়দান তাঁবুতে নিজে উপস্থিত থেকে করোনার টিকাকরণের কাজ শুরু করেন । কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ও পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, যে পরিমাণ ভ্যাকসিন আসছে তা প্রয়োজনের থেকে অনেক কম । তাই চাইলেও সকলকে করোনার টিকা দেওয়া সম্ভব হচ্ছে না । তাই ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে । সেই ক্যাটাগরি অনুযায়ী ধাপে ধাপে করোনার টিকা দেওয়া হচ্ছে । আজ থেকে পরিবহনকর্মী, ড্রাইভারদের টিকা দেওয়া শুরু হয়েছে ।
কলকাতা পৌরনিগমের উদ্যোগে পরিবহনকর্মী ও হকারদের টিকাকরণ - Vaccination of transport workers and hawkers
পরিবহন দফতরের দায়িত্বের প্রথম দিনই পরিবহন কর্মী ও হকারদের টিকাকরণের ব্যবস্থা করলেন ফিরহাদ হাকিম । এদিন কলকাতা পৌরনিগমের ময়দান তাঁবুতে নিজে উপস্থিত থেকে করোনার টিকাকরণের কাজ শুরু করেন । কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ও পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, যে পরিমাণ ভ্যাকসিন আসছে তা প্রয়োজনের থেকে অনেক কম । তাই চাইলেও সকলকে করোনার টিকা দেওয়া সম্ভব হচ্ছে না ।
আরও পড়ুন,কোভিডের ঝুঁকি বেশি এবি এবং বি রক্তের গ্রুপের মানুষদের ! কাদের ঝুঁকি কম ?
প্রথমে কলকাতা এবং পরবর্তী সময়ে রাজ্যজুড়ে সমস্ত পরিবহনকর্মী ও হকারদের ভ্যাকসিন দেওয়া হবে । এদিন তিনি ফের কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘‘যথেষ্ট পরিমাণ ভ্যাকসিন রাজ্যে পাঠালে সকলকেই ভ্যাকসিন দেওয়া যেত । কেন্দ্র সরকারের অপদার্থতার জন্য সবাইকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হচ্ছে না ।’’ আগামী কয়েকদিনের মধ্যেই হাওড়া, সল্টলেক, কসবা, তারাতলা, বাসডিপো থেকেও করোনার ভ্যাকসিন দেওয়া শুরু করা হবে ।