কলকাতা, 30 জানুয়ারি : ইতিমধ্যেই রাজ্যে কোভিশিল্ড প্রতিষেধক দেওয়া শুরু হয়েছে । রাজ্যের স্বাস্থ্যকর্মীদের এই প্রতিষেধক দেওয়ার কাজ চলছে । এবার রাজ্যে এল কোভ্যাকসিন । 22 জানুয়ারি রাজ্যে এই প্রতিষেধক আসে । তা দেওয়ার কাজ শুরু হবে আগামী সপ্তাহ থেকে । প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে । আপাতত কলকাতার কয়েকটি মেডিকেল কলেজে কোভ্যাকসিন দেওয়ার জন্য সেন্টার চালু হচ্ছে । তবে এবিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় কুমার চক্রবর্তী ।
আপৎকালীন পরিস্থিতির জন্য চলতি মাসের 16 তারিখ দেশজুড়ে কোরোনার প্রতিষেধক দেওয়ার কাজ শুরু হয়েছে । দেশের বিভিন্ন প্রান্তে কোভিশিল্ড ও কোভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে । জানুয়ারি মাসের 12 ও 20 তারিখে দুই দফায় রাজ্য কোভিশিল্ড এসেছে । প্রথম দফায় 6 লাখ 89 হাজার এবং দ্বিতীয় দফায় 6 লাখ 99 হাজার প্রতিষেধকের ডোজ় এসেছে রাজ্যে ।