পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোমবার থেকে কলকাতায় ষাটোর্ধ্ব নাগরিকদের টিকাকরণ - corona

8 মার্চ থেকে কলকাতার 17 টি কেন্দ্রে ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিকদের ভ্যাক্সিনেশন দেওয়ার কাজ শুরু হবে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

By

Published : Mar 4, 2021, 11:06 PM IST

কলকাতা , 4 মার্চ : আগামী সোমবার থেকেই ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিকদের ভ্যাক্সিনেশন দেওয়ার কাজ শুরু হবে। কলকাতা পৌরনিগমের 17টি স্বাস্থ্য কেন্দ্র থেকে এই মুহূর্তে করোনা ভ্যাক্সিনেশন পর্ব চলছে। কলকাতা পৌরনিগমের এই 17টি স্বাস্থ্য কেন্দ্র থেকেই দেওয়া হবে প্রবীণ নাগরিকদের ভ্যাকসিনেশন। ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিকদের ভোটার কার্ড ,আধার কার্ড অথবা যে কোনও একটি সচিত্র পরিচয়পত্র নিয়ে পৌরনিগমে যেতে হবে । সেখানেই পৌর আধিকারিকরা রাজ্য স্বাস্থ্যদপ্তরের পোর্টালে অনলাইনে ভ্যাক্সিনেশন প্রাপকের নাম তুলে দেবে । নাম তোলার সঙ্গে সঙ্গেই দেওয়া হবে কোভিশিল্ড ভ্যাকসিন ।

আজ কলকাতা পৌরনিগমের প্রাক্তন ডেপুটি মেয়র ও প্রশাসক মন্ডলীর সদস্য অতীন ঘোষ করোনার ভ্যাকসিন নেন । পাশাপাশি 45 বছরের উপরে যাদের কো-মর্বিডিটি আছে তাদেরও করোনার ভ্যাকসিন দেওয়া হবে। অর্থাৎ 45 বছরের উপর যেসব ব্যক্তিরা বিভিন্ন অসুখে ভুগছেন অর্থাৎ কো-মর্বিডিটি আছে তাদেরও আগামী সোমবার থেকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিনের জন্য যেকোনও একটি সচিত্র পরিচয়পত্র ও তিনি যে অসুখে ভুগছেন তার ডাক্তারি নথি নিয়ে পৌরনিগমের স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে। পৌরনিগমের চিকিৎসকরা ডাক্তারি নথি দেখে রাজ্য স্বাস্থ্য দফতরের অনলাইন পোর্টালে ভ্যাকসিন প্রাপকদের নাম তুলে দেবে। যদি কোনও ব্যক্তির ডাক্তারি সার্টিফিকেট বা প্রেসক্রিপশন না থাকে সে ক্ষেত্রে পুর চিকিৎসকরাই তার পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তারি সার্টিফিকেট তৈরি করে দেবে।

ফিরহাদ হাকিমের বক্তব্য

আরও পড়ুন:কলকাতা পৌরনিগমের সদর দফতর থেকে দেওয়া হবে করোনার টিকা

শহরের 17টি পৌরস্বাস্থ্য কেন্দ্র থেকে করোনা ভ্যাকসিনেশনের টিকাকরণ করা হচ্ছে । যার মধ্যে রয়েছে 1) চেতলার মেয়র ক্লিনিক থেকে দেওয়া হচ্ছে করোনার ভ্যাকসিন এছাড়াও 2) 31 নম্বর ওয়ার্ডের পৌরস্বাস্থ্য কেন্দ্র সিআইডি রোড ফুল বাগানে কাছে। 3) 57 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্র, 48কে, ডিসি দে রোড কলকাতা 46 4)111নম্বর ওয়ার্ডের পৌর স্বাস্থ্যকেন্দ্র, আতা বাগান বোড়াল মেনরোড গড়িয়া, কলকাতা 84 5) 11 নম্বর ওয়ার্ড পৌরস্বাস্থ্য কেন্দ্র, 160 অরবিন্দ সরণি, কলকাতা 6 , খান্না সিনেমার নিকট‌। এছাড়াও রয়েছে আরও 12 টি কেন্দ্র ।

ABOUT THE AUTHOR

...view details