পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমফানে উপড়েছে সিগন্যাল পোস্ট, পুরানো অভ্যাসে ফিরেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ

কলকাতার ব্যস্ত রাস্তাগুলিতে সিগন্যালে লাল বা সবুজ আলো না দেখতে পেলে হতে পারে দুর্ঘটনা । তাই প্রায় দু'দশকের পুরানো অভ্যাসে হাত দিয়েই ট্র্যাফিক সামলাচ্ছেন পুলিশকর্মীরা ।

File photo
ফাইল ফোটো

By

Published : May 27, 2020, 9:50 AM IST

কলকাতা, 27 মে : আমফানে উপড়ে গেছে ট্র্যাফিক সিগন্যালের পোস্ট । কলকাতার বহু সিগল্যালে দেখা যাচ্ছে না লাল, সবুজ বা হলুদ বাতি । নেই টাইমের কাউন্টডাউন। ট্র্যাফিক সামলাতে তাই পুরানো অভ্যাসে ফিরল কলকাতা ট্র্যাফিক পুলিশ । এখন হাত দেখিয়েই কলকাতার বিভিন্ন এলাকায় ট্র্যাফিক সামলাচ্ছেন পুলিশকর্মীরা ।

গত বুধবার এক ভয়াবহ দিন দেখেছে রাজ্যবাসী । সুপার সাইক্লোন আমফানে কম-বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণবঙ্গ । মাথায় ছাদ নেই এমন মানুষের সংখ্যা প্রচুর। সাতদিন পেরিয়ে গেলেও বিদ্যুৎ নেই বিস্তীর্ণ এলাকায় । শুধু কলকাতায় গাছ উপড়েছে কয়েক হাজার । বহু ল্যাম্প পোস্ট, সিগন্যাল পোস্টও উপড়ে গেছে । এদিকে চতুর্থ দফার লকডাউনে আংশিক ছাড় মেলায় ভিড় বেড়েছে রাস্তাঘাটে । এই পরিস্থিতিতে কলকাতার ব্যস্ত রাস্তাগুলিতে লাল বা সবুজ আলো না দেখতে পেলে হতে পারে দুর্ঘটনা । তাই প্রায় দু'দশকের পুরানো অভ্যাস হাত দিয়েই ট্র্যাফিক সামলাচ্ছেন পুলিশকর্মীরা ।

সার্দার্ন অ্যাভিনিউ, গোলপার্ক, গড়িয়াহাট ট্র্যাফিক, আলিপুর রোড, লালবাতি, বেহালা, ভবানীপুর, যাদবপুর, গড়িয়া, বিবি গাঙ্গুলি স্ট্রিট, সিঁথির মোড় এলাকায় উপড়েছে একাধিক সিগন্যাল পোস্ট । কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ট্র্যাফিক) রূপেশ কুমার জানান, কলকাতায় প্রায় 250 টি ট্র্যাফিক সিগন্যাল পোস্ট উপড়ে গেছে । আমরা তাই ট্র্যাফিক সামলাতে ম্যানুয়াল সিস্টেমে কাজ চালাচ্ছি ।"

তিনি আরও বলেন, "জানি না সব পুনরায় ঠিক করতে কত সময় লাগবে । তবে, হ্য়াঁ সময় লাগবে । ততদিন এভাবেই কাজ চলবে ।"

ABOUT THE AUTHOR

...view details