কালীঘাট, 16 নভেম্বর: চাকরিপ্রার্থীদের বিক্ষোভের আঁচ স্বয়ং মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকায় ৷ কালীঘাট মেট্রো স্টেশনের 2 নং গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন আপার-প্রাইমারি চাকরিপ্রার্থীরা ৷ 2015 সালে পরীক্ষা হলেও নিয়োগ হয়নি, অভিযোগ প্রার্থীদের ৷ আন্দোলনরত প্রার্থীদের রাস্তা থেকে তুলে নিয়ে যায় পুলিশ৷ এতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন চাকরিপ্রার্থীরা৷ পুলিশ বাসে, প্রিজন ভ্যানে করে তাঁদের তুলে নিয়ে গিয়েছে ৷ এছাড়া অনেককে অ্যাম্বলেন্সেও নিয়ে যায় বিশাল পুলিশ বাহিনী ৷ মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে তাঁরা লিখেছেন, "দিদি আমাদের চাকরি দিন" ৷
একের পর এক চাকরিপ্রার্থীদের আন্দোলনে উত্তপ্ত মহানগরী ৷ এ নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজাও ৷ বুধবার সকালে আপার প্রাইমারি মেধা তালিকাভুক্ত চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা বেছে নেন ৷ প্রথমে কালীঘাট মেট্রো স্টেশনের 2 নং গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা ৷ সেখানে পৌঁছয় কালীঘাট, ভবানীপুর থানার বিশাল পুলিশবাহিনী ৷ তাঁদের টেনেহিঁচড়ে সেখান থেকে তোলার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা ৷