পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরিবেশ দিবসে দ্রুত নিয়োগের আবেদন জানাতে চান আপার প্রাইমারি প্রার্থীরা - Upper Primary Candidates appeal in high court for urgent hearing

বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগিয়ে দ্রুত মামলার নিষ্পত্তির মাধ্যমে নিয়োগের দাবি জানাবে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। পশ্চিমবঙ্গ উচ্চপ্রাথমিক চাকরিপ্রার্থী মঞ্চের তরফে 10 জুন পর্যন্ত এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ।

ছবি
ছবি

By

Published : Jun 4, 2020, 10:45 PM IST

পরিবেশ দিবসে দ্রুত নিয়োগের আবেদন জানাতে চানআপার প্রাইমারি প্রার্থীরা

কলকাতা, ৪ জুন: আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটিতে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আবারও দ্রুত মামলার নিষ্পত্তি করে নিয়োগ প্রক্রিয়ার জট কাটানোর আবেদন জানাবেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। তবে এবার আর শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী নয়। হাইকোর্টের কাছে আবেদন জানাবেন চাকরিপ্রার্থীরা।

দীর্ঘ সাতবছর ধরে বিভিন্ন আইনি জটিলতায় আটকে আপার প্রাইমারি পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। হাইকোর্টের নির্দেশে প্রভিশনাল মেধাতালিকা প্রকাশ হওয়ার পরও নিয়োগ প্রক্রিয়ায় হাইকোর্টের স্থগিতাদেশ জারি রয়েছে । তারউপর কোরোনা আবহে চলা দীর্ঘ লকডাউনে মামলার শুনানি বন্ধ। এই পরিস্থিতিতে সোশাল মিডিয়াকে হাতিয়ার করে এর আগে দু'বার পশ্চিমবঙ্গ উচ্চপ্রাথমিক চাকরিপ্রার্থী মঞ্চের ডাকে দ্রুত নিয়োগের দাবি জানিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। আগামীকাল থেকে আবার একটি কর্মসূচি শুরু করতে চলেছেন তাঁরা।

পশ্চিমবঙ্গ উচ্চপ্রাথমিক চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে ডাকা কর্মসূচি আগামীকাল বিশ্ব পরিবেশ দিবসে শুরু হবে। চলবে 10 জুন পর্যন্ত। এই ছ'দিন ধরে প্রত্যেক আপার প্রাইমারি চাকরিপ্রার্থী একটি করে চারাগাছ লাগাবেন । মঞ্চের তরফে বলা হয়েছে, "আমফানের ধ্বংসলীলায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সবুজ। তাই এই কর্মসূচিতে আমরা প্রত্যেককে একটি করে চারাগাছ রোপণ করতে বলব । যার নাম হবে আপার প্রাইমারি।"

আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বক্তব্য, "শিক্ষামন্ত্রী বারবার আমাদের বলেছেন, সমাধান সূত্র থাকা সত্ত্বেও সরকার নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারছেন না। কোর্টের নির্দেশ হলেই আপার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। তাই শিক্ষামন্ত্রীর বার্তাকে গুরুত্ব দিয়ে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি গ্রহণ করলাম। আগামী 5 জুন থেকে 10 জুন পর্যন্ত গাছ লাগিয়ে এবং ফেসবুক গণ লাইভের মাধ্যমে নিজেদের ফেসবুকে ও বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ফেসবুক গ্ৰুপে আমাদের দাবির কথা পোস্ট করব । হাইকোর্টের প্রধান বিচাপতি ও 39 নম্বর কোর্টের বিচারপতি, রেজিস্টার জেনেরাল, সরকার পক্ষের আইনজীবী ও অ্যাডভোকেট জেনেরাল এবং মামলাকারীদের আইনজীবী ও বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের কাছে অনুরোধ করব, সমস্ত আপার প্রাইমারি কেস এক্সট্রিমলি আর্জেন্ট ম্যাটার হিসেবে তালিকাভুক্ত করিয়ে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যেন শুনানির ব্যবস্থা করা হয়।"

'একটি গাছ একটি প্রাণ, একটি আপার শিক্ষক চাকরি একটি পরিবারের প্রাণ'। মূলত এই বার্তা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পৌঁছে দিতেই এই কর্মসূচি গ্রহণ করেছেন চাকরিপ্রার্থীরা ।

ABOUT THE AUTHOR

...view details