পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মধ্যরাতে বিক্ষোভ তুলে দিল পুলিশ, প্রতিবাদে শিয়ালদা স্টেশন চত্বরে ফের অবস্থান চাকরিপ্রার্থীদের

প্রায় ছয় বছর ধরে আইনি জটিলতায় আটকে রয়েছে আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া । এই জটিলতা মিটিয়ে দ্রুত নিয়োগের দাবিতে আচার্য সদনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছিলেন চাকরিপ্রার্থীরা ।

Kolkata
আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

By

Published : Dec 3, 2020, 7:00 AM IST

Updated : Dec 3, 2020, 2:34 PM IST

কলকাতা , 3 ডিসেম্বর : গভীর রাতে আচার্য সদনের সামনে থেকে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সরিয়ে দিল বিধাননগর পুলিশ । জায়গা খালি করা নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা । তাঁদের শিয়ালদা স্টেশন চত্বরে ছেড়ে দেওয়া হলে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা । রাত দু'টো নাগাদ শিয়ালদা স্টেশন চত্বরে ফের অবস্থানে বসেন তাঁরা । অভিযোগ, পুলিশ বলপ্রয়োগ করে তাঁদের শান্তিপূর্ণ আন্দোলন তুলে দিয়েছে ।

নিয়োগের দাবিতে মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের কার্যালয় সল্টলেকের আচার্য ভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসেন গোটা রাজ্যের কয়েকশো আপার প্রাইমারি চাকরিপ্রার্থী । গতকাল রাত 1টা নাগাদ বিধাননগর পুলিশ আন্দোলনকারীদের উঠে যেতে বাধ্য করে । পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হয়েছে । আন্দোলনকারীরা আগেই জানিয়েছিলেন যে আলোচনার পর তাঁরা অবস্থান তুলে নেবেন । যদিও চাকরিপ্রার্থীরা গোটা বিষয়টি অস্বীকার করেছেন ।

শিয়ালদা স্টেশন চত্বরে অবস্থান-বিক্ষোভে বসেছেন চাকরিপ্রার্থীরা

1 ডিসেম্বর থেকে স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের বাইরে অবস্থানে বসা আন্দোলনকারীদের বক্তব্য, তাঁরা 2014 সালে আপার প্রাইমারিতে চাকরির ফর্ম ফিলআপ করেছিলেন । কিন্তু, পরীক্ষা হওয়ার পর 2020 শেষ হতে চললেও চাকরি পাননি তাঁরা । সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হলেও একাধিকবার আদালতে আটকে যায় এই নিয়োগ প্রক্রিয়া ।

শিয়ালদা স্টেশন চত্বরে ফের অবস্থান চাকরিপ্রার্থীদের

সামনে বিধানসভা নির্বাচন। তার আগে এই সমস্যার সমাধান হবে, এই আশা নিয়ে তাঁরা প্রথমে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন । কিন্তু, বিভিন্ন প্রান্ত থেকে আসা চাকরিপ্রার্থীরা বিকাশ ভবনের সামনে যেতেই পুলিশ তাঁদের তুলে নিয়ে যায় বলে দাবি । এরপরেই আচার্য সদনের সামনে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা । 1 ডিসেম্বর রাতভর অবস্থানে বসেন । এরপর গতকাল গভীর রাতে তাঁদের সেখান থেকে তুলে দেয় বিধাননগর পুলিশ ।

Last Updated : Dec 3, 2020, 2:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details