পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Election Results 2023: গ্রাম পঞ্চায়েতে সবুজ ঝড়, জনতাকে কৃতজ্ঞতা অভিষেকের; অপেক্ষা পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ফলের - updates of counting

পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনা চলছে ৷ গণনাকেন্দ্রের সংখ্যা 339 ৷ মোট 767টি স্ট্রং রুমে ব্যালট পেপার রাখা ছিল ৷ শনিবার, 8 জুলাই রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচন হয় ৷ এরপর সোমবার কয়েকটি 696টি কেন্দ্রে পুনর্নির্বাচন হয় । গ্রাম পঞ্চায়েতে অনেকটা এগিয়ে রয়েছে তৃণমূল ৷ এখন অপেক্ষা পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ফলাফলের ৷

ETV Bharat
পঞ্চায়েত নির্বাচন

By

Published : Jul 11, 2023, 7:47 AM IST

Updated : Jul 11, 2023, 8:55 PM IST

  • জলপাইগুড়ি জেলার 9টি পঞ্চায়েত সমিতির মধ্যে তৃণমূল পেল 4টি পঞ্চায়েত সমিতি । মেটেলি, ক্রান্তি, বানারহাট ও ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি ।
  • দার্জিলিংয়ের পর কালিম্পংয়েও বিজিপিএম ঝড় অব্যাহত ৷ 42টির মধ্যে 29টি গ্রাম পঞ্চায়েত বিজিপিএমের দখলে ৷
    পাহাড়ে বিজিপিএম ঝড়
  • পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমায় গ্রাম পঞ্চায়েতের ফল: রানিগঞ্জ - 6টি গ্রাম পঞ্চায়েত (তৃণমূল 5, সিপিএম 1), জামুড়িয়া - 10টি গ্রাম পঞ্চায়েত (10টিই তৃণমূলের), বারাবনি - 8টি গ্রাম পঞ্চায়েত (8টিই তৃণমূলের), সালানপুর - 11টি গ্রাম পঞ্চায়েত (11টিই তৃণমূলের) ৷ জামুড়িয়া পঞ্চায়েত সমিতি 25-0, বারাবনি পঞ্চায়েত সমিতি 23-0, সালানপুর পঞ্চায়েত সমিতি - 28-0 ৷
  • মালদায় পঞ্চায়েত সমিতির গণনা এখনও শুরু হয়নি ৷ জেলা পরিষদের গণনা আগামিকাল শুরু হবে ৷
  • সন্ধে 7টা পর্যন্ত ফলাফল:জেলা পরিষদের 928টি আসনের মধ্যে তৃণমূল জয়ী - 40, এগিয়ে - 18; সিপিএম এগিয়ে - 1; টাই - 5 ৷ পঞ্চায়েত সমিতির 9730 আসনের মধ্যে তৃণমূল জয়ী - 446, এগিয়ে - 118; বিজেপি এগিয়ে - 43; সিপিআই এগিয়ে - 1, সিপিএম জয়ী - 1, এগিয়ে - 28; কংগ্রেস - 2, আরএসপি এগিয়ে - 1; অন্যান্য - জয়ী - 3, এগিয়ে - 12; টাই - 25 ৷ গ্রাম পঞ্চায়েতের 63229টি আসনের মধ্যে তৃণমূল জয়ী - 18590, এগিয়ে - 4608; বিজেপি জয়ী - 4479, এগিয়ে - 1277; সিপিআই জয়ী - 12, এগিয়ে - 4; সিপিএম জয়ী - 1426, এগিয়ে - 622; আরএসপি জয়ী - 40, এগিয়ে - 24; টাই - 886 ৷ পঞ্চায়েত সমিতির 9730 আসনের মধ্যে তৃণমূল জয়ী - 446, এগিয়ে - 118; বিজেপি এগিয়ে - 43; সিপিআই এগিয়ে - 1, সিপিএম জয়ী - 1, এগিয়ে - 28; কংগ্রেস - 2, আরএসপি এগিয়ে - 1; অন্যান্য - জয়ী - 3, এগিয়ে - 12; টাই - 25 ৷
  • নেতারা দল বদলালে মানুষ ঠিক জবাব দেয় । পশ্চিম বর্ধমান জেলায় একমাত্র গ্রাম পঞ্চায়েতে বিরোধীদের জয় । বামদুর্গ আমরাসোতা অটুট ।
  • বিরোধীরা বলেছিল 'নো ভোট টু মমতা'৷ মানুষ সেটা বদলে দিয়ে করেছে 'নাও ভোট ফর মমতা'৷ এ জন্য জনগণের কাছে কৃতজ্ঞ ৷ টুইটে এ কথা লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
  • পাহাড়ে বিজিপিএম ঝড়, হলুদ আবির খেলায় মাতলেন জিটিএ চিফ এগজিকিউটিভ অনিত থাপা ৷
  • কালিম্পঙে গ্রাম পঞ্চায়েতের চূড়ান্ত ফল: 42টির মধ্যে 29টি গ্রাম পঞ্চায়েতে জয়ী বিজিপিএম, বিজেপি 2, নির্দল 8, ত্রিশঙ্কু 3 ৷
  • পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের পঞ্চায়েত সমিতির মোট আসন 21টি । তৃণমূল কংগ্রেসের প্রাপ্তি 18টি আসন । দুটি আসন পেয়েছেন সিপিআইএম প্রার্থীরা এবং একটি আসনে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী ।
    তৃণমূল-সিপিএম সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম বর্ধমানের কাঁকসার গণনাকেন্দ্র চত্ত্বর
  • পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল ব্লকের তেইশটি পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে 22টিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছে । একটি আসনে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী ।
  • সন্ধে 6টা পর্যন্ত মালদা জেলায় গ্রাম পঞ্চায়েতের ফলাফল: তৃণমূল - 52, কংগ্রেস - 36, বামফ্রন্ট - 14, বিজেপি - 10 ৷
  • মালদার ইংরেজবাজার ব্লকের শোভানগর গ্রাম পঞ্চায়েতে গণনার সময় এক ভোটে জয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল সিপিএমের ৷ অভিযোগ, সেই সময় তৃণমূলের কাউন্টিং এজেন্ট ব্যালট নিয়ে পালিয়ে যান ৷ তার জেরে গণনাকেন্দ্রে হইচই পড়ে যায় ৷
    মালদার ইংরেজবাজারে তৃণমূলের কাউন্টিং এজেন্ট ব্যালট নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ
  • ইংরেজবাজারের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃণমূল কংগ্রেস ৷
  • ইসলামপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে ।
  • রায়গঞ্জ ব্লকের রামপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি জয়ী ।
  • বাগনান - 2 গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 77টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস । সিপিএম 1টি আসনে জয়ী ।
  • বিকেল পাঁচটা পর্যন্ত পঞ্চায়েত সমিতির ফল: তৃণমূল - জয়ী 58, এগিয়ে 76 ৷ বিজেপি এগিয়ে 8 আসনে ৷ সিপিএম এগিয়ে 6 আসনে ৷
  • ভাঙড়ে গাজীপুরে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে আইএসএফ-এর বিরুদ্ধে ৷
  • অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী‌র তিন মামির মধ্যে জয়ী হলেন ছোটমামি তথা তৃণমূল প্রার্থী পুনম চক্রবর্তী । জলপাইগুড়ি‌র খড়িয়া গ্রাম পঞ্চায়েতে‌র একটি আসনে জয়ী হন তিনি ৷
    মিমি চক্রবর্তী‌র তিন মামির মধ্যে জয়ী হলেন ছোটমামি তথা তৃণমূল প্রার্থী পুনম চক্রবর্তী
  • 44 হাজার 360 ভোটে নানুর থেকে জেলা পরিষদের আসনে জয়ী তৃণমূল প্রার্থী কাজল শেখ । সম্ভবত, এখনও পর্যন্ত রাজ্যে সর্বাধিক ব্যবধানে জয়ী । অনুব্রত মণ্ডলের যুযুধান হিসেবে পরিচিত এই তৃণমূল নেতা ৷
  • পাণ্ডুয়ার জামনা পঞ্চায়েত জিতল সিপিআইএম । মোট আসন 11, সিপিএম 7, তৃণমূল 4 ৷ পাণ্ডুয়ার জামগ্রাম মন্ডলাই পঞ্চায়েত ত্রিশঙ্কু হল । মোট আসন 14, সিপিআইএম 7, তৃণমূল 6, নির্দল 1 ৷
  • পুরাতন মালদা ব্লকের ছ’টি গ্রাম পঞ্চায়েতের ফলাফল পরিষ্কার ৷ মুচিয়া, সাহাপুর ও ভাবুক গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে ৷ মঙ্গলবাড়ি ও যাত্রাডাঙা গ্রাম পঞ্চায়েত জিতছে তৃণমূল ৷ মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত এ বার ত্রিশঙ্কু ৷
  • পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা আছে 17টি। তৃণমূল কংগ্রেসের একটি আসনের প্রার্থী বিদায়ী পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউরির অকস্মাৎ মৃত্যু হয় । তাই 16টি আসনে নির্বাচন সম্পন্ন হয়েছিল । 16টিতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী।
  • বাঁকুড়া জেলার 44 নম্বর জেলা পরিষদ আসনে জয়ী হলেন বিজেপি সাংসদ সৌমিত্র খানের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল ।
  • পঞ্চায়েত সমিতিতে আরাবুল ইসলাম জিতে গিয়েছেন 2448 ভোটে । তবে ভাঙড় 2 ব্লকে আবার গ্রাম পঞ্চায়েতে বেশ ভালো ফল করেছে আইএসএফ ।
  • ময়নায় বোমা বিস্ফোরণে হাত উড়ল এক ব্যক্তির ৷
  • পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েতের মোট আসন 17টি । তার মধ্যে 12টি আসনে বিজয়ী বিজেপি । তৃণমূল 5টি আসন পেয়েছে ।
  • নন্দীগ্রামে কেন্দামারিতে তৃণমূলের হার ৷
  • বিকেল 3.30টে পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের ফল: তৃণমূল জয়ী - 12.518, এগিয়ে - 3620; বিজেপি জয়ী - 2781, এগিয়ে - 915; সিপিআই জয়ী 9, এগিয়ে - 2; সিপিআইএম জয়ী - 910, এগিয়ে - 550; কংগ্রেস জয়ী - 625, এগিয়ে - 276; ফরওয়ার্ড ব্লক জয়ী - 19, এগিয়ে - 15; আরএসপি জয়ী - 29, এগিয়ে - 21, অন্যান্য জয়ী - 325, এগিয়ে - 21; ত্রিশঙ্কু - 997 ৷
  • কিছু কেন্দ্রে পঞ্চায়েত সমিতির গণনা শুরু হয়েছে ৷
  • কেশপুরে গণনাকেন্দ্রে ঢুকে কংগ্রেস প্রার্থীকে গ্রেফতার করল পুলিশ ৷ তাঁর নাম আবদুল জব্বর মল্লিক ৷ তিনি কেশপুরের উচাহারের কলাগ্রাম গ্রাম পঞ্চায়েতের 195 নং বুথের কংগ্রেস প্রার্থী ৷ পুলিশের দাবি, ভোটের দিন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিকে মারধরের ঘটনায় তিনি অভিযুক্ত । যদিও আবদুল জব্বর মল্লিক জানিয়েছেন, তিনি নিরপরাধ ৷ তাঁর দাবি, ভোটে তিনি জিতে গিয়েছেন ৷
    কেশপুরে গণনাকেন্দ্রে ঢুকে কংগ্রেস প্রার্থীকে গ্রেফতার করল পুলিশ
  • পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে ।
  • স্বরূপনগরের বাঁকড়া গোকুলপুর পঞ্চায়েত সিপিআইএম-এর দখলে ।
  • অনুব্রতহীন বীরভূমে 167টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এখনও পর্যন্ত 7টি গ্রাম পঞ্চায়েত বিরোধীদের দখলে ৷ বহুকাল পর এই জেলাতে লাল ও গেরুয়া আবির খেলা হল ৷
  • হবিবপুর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে ৷
  • বীরভূমের মহম্মদবাজারের রামপুর, কাপিষ্টা গ্রাম পঞ্চায়েত ও সিউড়ির কড়িধ্যা গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে ৷
  • জলপাইগুড়ি জেলায় 1701টি গ্রাম পঞ্চায়েত আসনে দ্বিতীয় রাউন্ড শেষে তৃণমূল 72টিতে জয়ী, বিজেপি 43টিতে জয়ী, সিপিএম 3, নির্দল 2 ৷
  • মন্ত্রী সাবিনা ইয়াসমিনের নিজের বুথে হার তৃণমূলের ৷ ওই বুথে 113 ভোটে তৃণমূল প্রার্থী হাসিদুর রহমানকে হারালেন কংগ্রেস প্রার্থী মাহতাব শেখ ৷
  • বেলা 1.30টা পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের ফল: তৃণমূল - জয়ী 5754, এগিয়ে 3168; বিজেপি - জয়ী 1155, এগিয়ে 776; সিপিআই - জয়ী 7, এগিয়ে 2; সিপিএম - জয়ী 387, এগিয়ে 605; কংগ্রেস - জয়ী 212, এগিয়ে 247; ফরওয়ার্ড ব্লক - জয়ী 8, এগিয়ে 22; আর‌এসপি - জয়ী 12, এগিয়ে 28; অন্যান্য - জয়ী 183, এগিয়ে 78; নির্দল - জয়ী 322, এগিয়ে 223 ৷
  • পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল ব্লকের খাঁন্দরা গ্রাম পঞ্চায়েতের মোট আসন 23টি । যার মধ্যে 20টিতে জয়ী তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম তিনটি আসনে জয়ী ।
  • পাণ্ডুয়া গণনাকেন্দ্রের সামনে থেকে বিরোধীদের জোর করে সরিয়ে দিলেন পাণ্ডুয়া তৃণমূল ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ ।
  • গণনাকেন্দ্র থেকে বেরিয়ে গেলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম । তিনি বলেন, ‘‘আমার বুথে আমরা জিতেছি । পোলেরহাটের অন্য বুথগুলিতে হেরেছি । আমাদের সাত জন প্রার্থী হেরেছেন । এই অবস্থা হতেই পারে ।’’ জমি জীবিকা বাস্তুতন্ত্র কমিটির জয়ের পর পশ্চিম কাঁঠালিয়া এলাকায় নতুন করে বোমাবাজি শুরু হয় । এলাকায় থমথমে পরিস্থিতি ।
    আরাবুলের গড়ে হার তৃণমূলের ৷ রেগে গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে গেলেন তৃণমূল নেতা ৷
  • ঘাটাল ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েত ইড়পালা ও মনোহরপুর এক দখল করল বিজেপি ৷
  • ইসলামপুরের আগডিমটিখুন্তি গ্রাম পঞ্চায়েতে 28টি আসনের মধ্যে 27টিতে তৃণমূল এবং একটি আসনে নির্দল জয়ী ।
  • নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বয়াল 1 ও 2 গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি ৷
  • বাসুদেবপুরে তৃণমূলের 7 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, সিপিআইএম 1টিতে জয়ী, জুয়ারগরি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল 3টিতে, বিজেপি 5টিতে, সিপিআইএম একটি আসনে জয়ী । বানিবন গ্রাম পঞ্চায়েতে তৃণমূল 6টি, বিজেপি 7টি, সিপিআইএম একটি ও নির্দল একটি আসনে জয়ী ।
  • পাহাড়ের ফলাফল - ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা 36, ইউনাইটেড গোর্খা অ্যালায়েন্স 1, বিজেপি 1, নির্দল 4, ত্রিশঙ্কু 2 ৷
  • পূর্ব বর্ধমানে গ্রাম পঞ্চায়েতের আসন 4010 টি ৷ তৃণমূল জয়ী 288টিতে, এগিয়ে 140টিতে; বিজেপি জয়ী 14, এগিয়ে 13; সিপিএম জয়ী 19, এগিয়ে 38; কংগ্রেস জয়ী 2, এগিয়ে 1; ফরওয়ার্ড ব্লক একটা আসনে জয়ী, নির্দল 4টি আসনে জয়ী ৷
  • 309 ভোটে জয়ী এনআইএ-র হাতে ধৃত বীরভূমের নলহাটির তৃণমূল প্রার্থী ।
  • পাহাড়ে অনিত থাপার বিজিপিএম-এর ঝড় । দার্জিলিং জেলায় 70টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 30টি বিজিপিএমের দখলে, হামরো পার্টি 1, ইউনাইটেড গোর্খা অ্যালায়েন্স 1, বিজেপি 1, নির্দল 2টিতে জয়ী ৷
  • গণনার দিন দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন ব্লকে গিয়ে সুকান্ত মজুমদার কথা বলছেন বিজেপির গণনার এজেন্টদের সঙ্গে । গণনা শেষ না হওয়া পর্যন্ত লড়াই জারি রাখার বার্তা দিয়েছেন তিনি ।
  • আলিপুরদুয়ারের বিজেপি সভাপতি ভুষণ মোদক হেরে গেলেন ।
  • জলপাইগুড়িতে 80টি গ্রাম পঞ্চায়েতে 1701টি আসনের মধ্যে প্রথম রাউন্ড শেষে তৃণমূল 45টি, বিজেপি 25টি, সিপিআইএম 2টি এবং নির্দল 2টি আসনে গ্রাম পঞ্চায়েতে জয়ী ।
  • 67 নম্বর জেলা পরিষদের বিজেপি প্রার্থী অনুপ পৈলানের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে ।
  • কীর্ণাহার 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে জয়ী বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি অষ্টম মণ্ডল । 90টি ভোটে জয়ী তিনি ৷ মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন তাঁর গাড়ি আটকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে । পরে তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল ।
  • ধনিয়াখালিতে বিজেপির জিতে যাওয়ার সম্ভবনা তৈরি হতেই তৃণমূলের হার্মাদরা গিয়ে গণনাকেন্দ্র দখল করে, বিজেপির এজেন্টদের বের করে দেন । এমনই অভিযোগ বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের ৷
  • মুখ্যমন্ত্রী মামার বাড়িতে হারল তৃণমূল, জয়ী বিজেপি ৷
  • শুভেন্দু অধিকারীর বুথে হারল তৃণমূল কংগ্রেস ৷
  • পুরুলিয়ার মোট 170টি গ্রাম পঞ্চায়েত, মোট আসন সংখ্যা - 2476 ৷ তৃণমূল 323টি গ্রাম পঞ্চায়েত আসনে জয়ী, বিজেপি 102টি গ্রাম পঞ্চায়েত আসনে জয়ী, কংগ্রেস 13টি গ্রাম পঞ্চায়েত আসনে জয়ী, সিপিআইএম 72টি গ্রাম পঞ্চায়েত আসনে জয়ী, ফরওয়ার্ড ব্লক 7টি গ্রাম পঞ্চায়েত আসনে জয়ী, অন্যান্যরা 67টি গ্রাম পঞ্চায়েত আসনে জয়ী ৷
  • গণনাকেন্দ্রের সামনে পুলিশের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ জ্ঞান হারালেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার । তাঁকে হাসপাতালে ভর্তি করলেন নিরাপত্তা রক্ষীরা ৷ নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়ার বালিকা বিদ্যালয়ের স্ট্রং রুমে অভিযোগ ওঠে সেখানকার কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দেওয়া হয়েছে । তৃণমূলের গুন্ডাবাহিনী রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে ভোট লুট করার চেষ্টা চালাচ্ছিল বলে অভিযোগ । সেই খবর পেয়ে ঘটনাস্থলে যান জগন্নাথ সরকার । গণনা কেন্দ্রের বাইরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত এবং এসডিপিও-র সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পর সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি ।
  • শালবনি বাঁকিবাঁধে 10টার মধ্যে 3টে আসনে জয়ী কুড়মিরা ৷
  • পঞ্চায়েত নির্বাচনের ব্যালট বাক্স লুট, কেন্দ্রীয় বাহিনীর যথাযথ ব্যবহার না করা-সহ একাধিক দাবিতে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী ৷
  • দিনহাটা - 2 ব্লকের বুড়িরহাট - 1 গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল । কোচবিহার - 1 ব্লকের চিলকিরহাট গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে ৷
  • মেখলিগঞ্জ ব্লকের রানিরহাট গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল ৷
  • উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় সিপিআইএম-এর এক প্রার্থীকে পিস্তল দেখিয়ে গণনাকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল ৷
  • রায়না-1 ব্লকের শ্যামসুন্দর গ্রাম পঞ্চায়েতে 9টি আসনে জয়ী সিপিআইএম ।
  • ভাঙড় দু নম্বর ব্লকের পোলেরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েত দখল করল আইএসএফ ও জমি কমিটি । গ্রাম সভার 24টি আসনের মধ্যে ইতিমধ্যেই 18 আসনে জয়লাভ করেছে আইএসএফ ও জমি কমিটি জোট ।
  • রানিগঞ্জের আমড়সোতায় লালদুর্গ পুনর্দখল । আবারও গ্রাম পঞ্চায়েত দখল সিপিআইএমের (4-1)৷
  • কোচবিহার ডিসিআরসি-তে ভোটগণনা ঘিরে উত্তেজনা । ভোটের কাউন্টিং নিয়ে ঝামেলা । ব্যালট ছিঁড়ে ব্যালটে ফেলা হল কালি । তৃণমুল প্রার্থী রিঙ্কু রায় গ্রেফতার ।
  • বাঁকুড়া জেলার তিনটি গ্রাম পঞ্চায়েত ছাতনা, সিমলাপাল ও রায়পুরে জয়ী তৃণমূল ৷
  • নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া বালিকা বিদ্যামন্দিরের স্ট্রংরুমে তাণ্ডব চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷
  • সাঁকরাইল ব্লকের ঝোড়হাট পঞ্চায়েতে এখনও পর্যন্ত ভালো ফল করছে বামেরা । 65, 67, 69 নম্বর বুথে জয়ী সিপিআইএম প্রার্থীরা এবং 58 নম্বর বুথে জয়ী সিপিআই প্রার্থী । সাঁকরাইলের থানামাকুয়া পঞ্চায়েতের 99, 100 এবং 102 নং বুথে জয়ী তৃণমূল প্রার্থীরা এবং 105 নম্বর বুথে জয়ী বিজেপি ৷
  • নির্বাচন পরবর্তী হিংসা রুখতে কড়া পদক্ষেপ রাজ্য নির্বাচন কমিশনের । কমিশনের পক্ষ থেকে সমস্ত জেলাশাসক এবং এসপিদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, গণনা কেন্দ্রের বাইরে কোনরকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না ।
  • 10টি গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল। এর মধ্যে উত্তর 24 পরগনায় 5টি, পশ্চিম মেদিনীপুরে 2টি, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় 1টি করে গ্রাম পঞ্চায়েত আছে।
  • পশ্চিম বর্ধমানের সালানপুরের এথোড়া গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে।
  • পূর্ব বর্ধমান জেলার গলসি এক নম্বর ব্লকের বুদবুদ গ্রাম পঞ্চায়েত শাসক দলের দখলে। চাঁকতেতুল গ্রাম পঞ্চায়েত দখলের দিকে শাসকদল।।
  • গণনা কেন্দ্রে ঢুকতে না-দেওয়ায় কাটোয়া থানায় বিজেপি কর্মীদের বিক্ষোভ।
  • ভাঙরের বিজয়গঞ্জ বাজার-সহ একাধিক এলাকা পরিদর্শনে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
  • পূর্ব বর্ধমান জেলার গলসি এক নম্বর ব্লকের আমি মানকর গ্রাম পঞ্চায়েত ফের তৃণমূলের দখলে গেল।
  • এসএফআইয়ের রাজ্য সভাপতি তথা সিপিএম নেতা প্রতীক উর রহমানকে আটক করল পুলিশ ।
  • ময়নাগুড়িতে হাইস্কুলে গননা কেন্দ্রে বাঁদরের উপদ্রব ।
  • মানকর গণনা কেন্দ্রের বাইরে জমায়েত সরিয়ে দিল পুলিশ ও কমব্যাট ফোর্স। পূর্ব বর্ধমান জেলার গলসি 1 নম্বর ব্লকের মানকর মহাকালী উচ্চ বিদ্যালয় গণনা কেন্দ্রে ঢোকার আগে আজ সকালে বিরোধীদের মারধর করা হয় বলে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ। এলাকায় আধা সামরিক বাহিনী থেকে শুরু করে বিশাল পুলিশ বাহিনী-সহ কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে ।
  • জলপাইগুড়ি জেলায় 9টি কাউন্টিং সেন্টারে ভোট গণনা চলছে । কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কাউন্টিং সেন্ট্রারে ঢোকানো হচ্ছে । প্রতিটি কাউন্টিং সেন্টারে এক কোম্পানি করে আধা সামরিক বাহিনী রয়েছে । জেলায় 80টি গ্রামপঞ্চায়েতের 1701টি আসন, 9টি পঞ্চায়েত সমিতির 238টি আসন ও জেলা পরিষদের 24টি আসনের গণনা হবে।
  • "সন্ত্রাসের বিরুদ্ধে লাগাতার লড়াই চলবে । অপরাধীরা ছাড় পাবে না । সবাই মিলে সন্ত্রাসের মোকাবিলা করা হবে ।" এমনই মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
  • প্রশাসনের সহায়তায় স্ট্রং রুম থেকে ব্যালট বাক্স লুটের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ গভীর রাতে উত্তপ্ত মালদার রতুয়া এবং বৈষ্ণবনগর ৷
  • বারাবনিতে গণনার আগেই উত্তেজনা। গণনা কেন্দ্রের বাইরে জমায়েত নিয়ে তৃণমূল-বিজেপির বচসা। তৃণমূলের অসিত সিংয়ের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপির অরিজিৎ রায় ।
  • গলসি এক নম্বর ব্লকের বুদবুদের মানকর গননা কেন্দ্রে ঢোকার আগেই সিপিএমের মহিলা নেত্রী ও বিজেপি নেতাদের বেধড়ক মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। এলাকায় উত্তেজনা।
  • নানুরে গণনাকেন্দ্রে সিপিএম প্রার্থীর এজেন্টদের আসতে বাধা ৷ মাঝরাস্তায় গাড়ি আটকে ঘুরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
  • সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা । কীর্ণাহার রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দলের নেতা-কর্মীদের ৷ বিক্ষোভের জেরে বন্ধ যান চলাচল।
  • রাজ্যজুড়ে 339টি কেন্দ্রে ভোট গণনা হবে ।
  • রায়গঞ্জ পলিটেকনিক্যাল কলেজে গণনার কেন্দ্রের সামনে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা ভীড় জামিয়েছেন। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে। উপস্থিত রাজ্য পুলিশও। গণনা কেন্দ্রে ঢুকতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা।

সকাল 8টা থেকে শুরু হল পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনা ৷ নির্বাচন কমিশনের দেওয়া সূত্র অনুযায়ী, গণনাকেন্দ্রের সংখ্যা 339 ৷ স্ট্রং রুম 767 ৷ শনিবার, 8 জুলাই রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচন হয় ৷ সেদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছাপ্পা ভোট, বুথ দখল, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ৷ তাতে মৃত্যু হয়েছে প্রায় 20 জনের ৷ এরপর রবিবার রাতে নির্বাচন কমিশন ঘোষণা করে সোমবার 11 জুলাই ফের কয়েকটি জায়গায় পুনর্নির্বাচন হবে ৷ সেই অনুযায়ী 19টি জেলার 696টি বুথে ফের পঞ্চায়েত নির্বাচন হয় ৷ দু-একটি ঘটনা ছাড়া ভোটগ্রহণ প্রক্রিয়া মোটামুটি শান্তিপূর্ণই ছিল ৷ আজ প্রতিটি গণনাকেন্দ্রে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকছে ৷ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভোটগণনা কেন্দ্রগুলি ৷

Last Updated : Jul 11, 2023, 8:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details