লখনউ, 31 জুলাই: বাংলাকে গুজরাত-উত্তরপ্রদেশ বানাতে দেব না, বিজেপিকে নিশানা করতে গিয়ে এমন হুঁশিয়ারি প্রায়ই শোনা যায় তৃণমূল কংগ্রেসের নেতাদের মুখে ৷ সোমবার সেই হুঁশিয়ারির পালটা আক্রমণ ধেয়ে এল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপির যোগী আদিত্যনাথের কাছ থেকে ৷ তাঁর দাবি, ‘‘ওঁরা (তৃণমূল কংগ্রেস) দেশটাকে পশ্চিমবঙ্গে পরিণত করতে চায় ৷’’
এ দিন সংবাদসংস্থা এএনআই-কে এক সাক্ষাৎকার দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ৷ সেই সাক্ষাৎকারে তিনি বাংলায় পঞ্চায়েত ভোটের হিংসার ঘটনাকে উল্লেখ করেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের বিরুদ্ধে এই আক্রমণ করেন ৷ তুলনা টানেন উত্তরপ্রদেশের স্থানীয়স্তরের নির্বাচনের সঙ্গে ৷
যোগী আদিত্যনাথ বলেন, ‘‘পশ্চিমবঙ্গে বিরোধী দলের কর্মীদের খুন করা হচ্ছে ৷ পশ্চিমবঙ্গে আমরা যা দেখছি, তাতে বিরোধীরা কাজ করবে কীভাবে ? বিরোধী দলের কর্মীদের মারধর করা হচ্ছে ৷ এই ঘটনাগুলি চোখ খুলে দেয় ৷ এই নিয়ে কেউ কোনও কথা বলছে না বা কোনও মন্তব্য করছে না ৷ প্রত্যেককেই চুপ করে রয়েছে ৷’’
পঞ্চায়েতের হিংসা নিয়ে তাঁর আরও বক্তব্য, উত্তরপ্রদেশে কীভাবে নির্বাচন হয়, তা দেখে শেখা উচিত সকলের ৷ পঞ্চায়েত থেকে পৌর, বিধানসভা থেকে লোকসভা, সব ভোটই উত্তরপ্রদেশে শান্তিপূর্ণ হয় ৷ এর পরই তিনি আক্রমণ শানান তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷