কলকাতা, 6 জুলাই: বুধবার ভারতীয় জন সংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 122 তম জন্মদিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় (Suvendu Adhikari slams Bengal Govt) । এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির অসংখ্য কর্মী-সমর্থকেরা ।
বুধবার এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "তৃণমূল বিভিন্ন জেহাদি কাজের জন্য অস্ত্রশস্ত্র মজুদ করছে । 2024-এ এই সরকার আর থাকবে না, এই সরকারকে যেতে হবে । রাষ্ট্রবাদীরা জানে কীভাবে সরকার ওলটাতে হয় । আর আমরা সেই রাস্তা করে দেখাবো । রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরক উদ্ধার হচ্ছে ।"
ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনের উদ্দেশ্যে শোভাযাত্রা করার অনুমতি দেওয়ার জন্য আদালত পর্যন্ত যেতে হয়েছে গেরুয়া শিবিরকে সেই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, "এটা ওদেরকে জিজ্ঞেস করুন । এটা মমতার পুলিশকে জিজ্ঞেস করুন । পশ্চিমবঙ্গের পুলিশ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পুলিশ । ওরা মনে করে ওদের বেতন ভাইপো দেয়, কয়লার টাকা থেকে আসে সেই বেতন ।"