পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari: যতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার তৈরি না হবে, ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে: শুভেন্দু - Until a nationalist government is formed in West Bengal our struggle will continue says Suvendu Adhikari

"2024-এ এই সরকার আর থাকবে না, এই সরকারকে যেতে হবে । রাষ্ট্রবাদীরা জানে কীভাবে সরকার ওলটাতে হয় । আর আমরা সেই রাস্তা করে দেখাবো ।" শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষ্যে শোভাযাত্রায় এসে এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari slams Bengal Govt) ৷

Suvendu Adhikari
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষ্যে শোভাযাত্রায় শুভেন্দু অধিকারী

By

Published : Jul 6, 2022, 10:41 PM IST

কলকাতা, 6 জুলাই: বুধবার ভারতীয় জন সংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 122 তম জন্মদিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় (Suvendu Adhikari slams Bengal Govt) । এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির অসংখ্য কর্মী-সমর্থকেরা ।

বুধবার এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "তৃণমূল বিভিন্ন জেহাদি কাজের জন্য অস্ত্রশস্ত্র মজুদ করছে । 2024-এ এই সরকার আর থাকবে না, এই সরকারকে যেতে হবে । রাষ্ট্রবাদীরা জানে কীভাবে সরকার ওলটাতে হয় । আর আমরা সেই রাস্তা করে দেখাবো । রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরক উদ্ধার হচ্ছে ।"

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনের উদ্দেশ্যে শোভাযাত্রা করার অনুমতি দেওয়ার জন্য আদালত পর্যন্ত যেতে হয়েছে গেরুয়া শিবিরকে সেই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, "এটা ওদেরকে জিজ্ঞেস করুন । এটা মমতার পুলিশকে জিজ্ঞেস করুন । পশ্চিমবঙ্গের পুলিশ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পুলিশ । ওরা মনে করে ওদের বেতন ভাইপো দেয়, কয়লার টাকা থেকে আসে সেই বেতন ।"

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষ্যে শোভাযাত্রায় শুভেন্দু অধিকারী

আরও পড়ুন :মহুয়ার বিরুদ্ধে ভোপালে অভিযোগ দায়ের, গ্রেফতারের দাবিতে এককাট্টা সুকান্ত-শুভেন্দু

এদিনের পদযাত্রাটি শুরু হয় গোলপার্ক থেকে ৷ শেষ হয় হাজরা মোড়ে ৷ এই পদযাত্রা শেষ করা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিজেপি । কারণ এই বিষয়ে শুভেন্দু অধিকারী জানান, তৃণমূল ভেবেছিল এই কালীঘাট চত্বরে তারা ছাড়া কেউ সভা করতে পারবে না ৷ কিন্তু বিজেপি তা করে দেখালো ৷

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র হিন্দু দেবী মা কালীকে নিয়ে যে মন্তব্য করেছেন সেই মন্তব্যকে কটাক্ষ করে তিনি জানান, আমাদের রাজ্যের একজন কুলাঙ্গার সাংসদ যেভাবে মা কালীর সম্বন্ধে মন্তব্য করেছে, আমরা হিন্দু সমাজ এটা মেনে নেব না । আমরা কালীমাতার অপমান মেনে নেব না । আমরা যতদিন না পর্যন্ত রাষ্ট্রবাদী সরকার পশ্চিমবঙ্গে তৈরি করব, ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে ।

ABOUT THE AUTHOR

...view details