পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছেলেকে বিরিয়ানি খাওয়ানো নিয়ে অশান্তি, জায়ের হাতে খুন গৃহবধূ - Unrest over feeding biryani to son

কয়েকদিন ধরে চলছিল পারিবারিক অশান্তি ৷ গতকাল ছেলেকে বিরিয়ানি খাওয়ানো নিয়ে যা চরমে পৌঁছায় ৷ জায়ের হাতে খুন হতে হয় গৃহবধূকে ৷

জায়ের হাতে খুন গৃহবধূ
জায়ের হাতে খুন গৃহবধূ

By

Published : Dec 2, 2020, 6:36 PM IST

পাটুলি, 2 ডিসেম্বর: ছেলেকে বিরিয়ানি খাওয়ানো নিয়ে অশান্তি ৷ আর তার জেরে জা-এর হাতেই খুন হতে হল এক গৃহবধূকে ৷ ঘটনাটি ঘটেছে পাটুলিতে ৷ তবে পুলিশ সূত্রে খবর, আগে থেকই চলছিল পারিবারিক অশান্তি ৷ ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত জাকে ।

পুলিশ সূত্রে খবর, পাটুলি থানা এলাকায় ফুলবাগান রোডের বাসিন্দা অরিন্দম বসু । তিনি থানায় অভিযোগ করেন, তাঁর স্ত্রী ফাল্গুনী বসুকে খুন করেছেন ভাইয়ের বউ শর্মিষ্ঠা বসু ৷ মৃত ফাল্গুনী দেবের বয়স 48 বছর ।

বছর 40-এর শর্মিষ্ঠা হলেন অরিন্দমবাবুর ভাই অংশুমানের স্ত্রী । বেশ কিছুদিন ধরেই তাদের পরিবারে অশান্তি লেগে ছিল । আজ ফাল্গুনী দেবীর ছেলেকে বিরিয়ানি খাওয়াতে যান শর্মিষ্ঠা । সেই বিরিয়ানির মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন ফাল্গুনী । তা নিয়েই শুরু হয় অশান্তি । অভিযোগ, সেই অশান্তির জেরে ফাল্গুনী দেবীর শরীরে পিন ফুটিয়ে দেন শর্মিষ্ঠা । এতে সংজ্ঞাহীন হয়ে পড়েন ফাল্গুনী । তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

শর্মিষ্ঠার দাবি, খুন করার কোনও অভিপ্রায় ছিল না তাঁর । অশান্তির জেরে কোনওভাবে এই ঘটনা ঘটে গেছে । পুলিশ ফাল্গুনী দেবীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । পুলিশ আপাতত অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে । গ্রেপ্তার করা হয়েছে শর্মিষ্ঠা দেবীকে ।

ABOUT THE AUTHOR

...view details