পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KK Demise : মুখ, ঠোঁটে ক্ষত ; কে কে-র মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু - নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা

গাই গাইলেন ৷ একের পর এক গানে নজরুল মঞ্চে সবাইকে মাতিয়ে দিলেন ৷ মঞ্চেই অস্বস্তি বোধ করছিলেন ৷ তারপর...এখনও মেনে নিতে পারছে না অনেকেই ৷ তাঁর মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হল (KK Unnatural Death) ৷

KK Concert in Nazrul Manch
নজরুল মঞ্চে গানে মগ্ন কেকে

By

Published : Jun 1, 2022, 9:15 AM IST

কলকাতা, 1 জুন : সঙ্গীত শিল্পী কে কে-র মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হল নিউ মার্কেট থানায় । এই বিষয়ে কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) রূপেশ কুমার বলেন, "নিউ মার্কেট থানায় শিল্পী কে কে-র মৃত্যুতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ।" পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর মুখ এবং ঠোঁটের কাছে একটি ক্ষত ছিল । তিনি হোটেলেই পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন । অনুমান, পড়ে গিয়ে আঘাত লেগে ওই ক্ষত তৈরি হয়েছে (Unnatural Death Case registered in New Marker Police Station over KK Death after concert) ।

আরও পড়ুন : KK Demise : গানের হাত ধরেই সুরের আকাশে পাড়ি কে কে'র

গুরুসদয় মহাবিদ্যালয়ের কলেজ ফেস্ট 'উৎকর্ষ 2022'-এ গান গাইতে কলকাতা এসেছিলেন শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কে কে । মঙ্গলবার মঞ্চে গান গাইতে গাইতেই অসুস্থ হন শিল্পী । বারবার নিজের শারীরিক অস্বস্তির কথা বলছিলেন । এরপর স্টেজ থেকে নেমে সোজা হোটেলে চলে যান । সেখানে অজ্ঞান হয়ে গেলে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান ।

তাঁর মৃত্যুতে শোকাহত গোটা দেশ ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপ-রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, বলি সেলেব থেকে টলি তারকা, গায়ক, সবাই মূহ্যমান ৷ মাত্র 53 বছর বয়সে বৈচিত্র্যময় কে কে-র আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ ৷

ABOUT THE AUTHOR

...view details