- 24 ঘণ্টায় 43 হাজার 232 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।
- এই পর্যন্ত মোট 18 লাখ 1 হাজার 960 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ।
- প্রতি 10 লাখে 20 হাজার 22 জনের পরীক্ষা হয়েছে ।
- নমুনা পরীক্ষার পর বর্তমানে কোরোনায় আক্রান্তের হার 8.70 শতাংশ ।
লাইভ : রাজ্যে সুস্থতার হার 81.42 শতাংশ - আনলক তিন
06:47 August 30
রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হারও । ইতিমধ্যেই সেপ্টেম্বরে লকডাউনের দিন ঘোষণা করা হয়েছে । কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা জারির পর সেই নিয়েও থাকছে সংশয় । কারণ নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, কন্টেনমেন্ট জ়োনের বাইরে লকডাউন জারি হবে না । সিদ্ধান্ত নিতে পারবে না রাজ্য । আগামীকাল অগাস্টের শেষ লকডাউন । এরপর আনলকের চতুর্থ পর্যায়ে সেপ্টেম্বরে রাজ্যের আবহ কেমন হবে, প্রশ্ন থাকছে ...
06:46 August 30
- 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 3 হাজার 312 জন ৷
- এই পর্যন্ত মোট 1 লাখ 27 হাজার 644 জন সুস্থ হয়ে উঠলেন ।
- রাজ্যে সুস্থতার হার 81.42 শতাংশ ।
06:45 August 30
- 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 53 জনের ৷
- মোট মৃতের সংখ্যা 3 হাজার 126 ।
- কলকাতায় একদিনে মৃত্যু 12 জনের ৷
06:03 August 30
- রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 1 লাখ 56 হাজার 766 ।
- গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা 3 হাজার 12 জন ৷
- রাজ্যে ফের একদিনে কোরোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল 3 হাজার ৷