পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লাইভ : রাজ্যে সুস্থতার হার 80.28 শতাংশ - Coronavirus news update

state
state

By

Published : Aug 28, 2020, 7:05 AM IST

06:56 August 28

কোরোনা সংক্রমণে রাশ টানতে কয়েকটি নির্দিষ্ট দিনে লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার । ইতিমধ্যেই সেপ্টেম্বরেও লকডাউনের দিন ঘোষণা হয়েছে । গতকাল রাজ্যে সম্পূর্ণ লকডাউন ছিল । আজ আবার স্বাভাবিক বাংলা । কিন্তু মানুষ সচেতন তো ?

  • রাজ্যে সরকারি কোয়ারানটিন সেন্টারের সংখ্যা 582 । 
  • বর্তমানে সেখানে 2 হাজার 537 জন রয়েছে । 
  • এ পর্যন্ত সরকারি কোয়ারানটিন থেকে ছাড়া পেয়েছে 1 লাখ 7 হাজার 183 জন ।
  • এখনও পর্যন্ত হোম কোয়ারানটিনে মোট 5 লাখ 2 হাজার 32 জন রয়েছে । 
  • ছাড়া পেয়েছে 4 লাখ 51 হাজার 773 জন ।

06:55 August 28

  • রাজ্যে 26 অগাস্ট পর্যন্ত 16 লাখ 74 হাজার 133টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।
  • গতকাল 42 হাজার 474টি নমুনা পরীক্ষা করা হয় ।
  • সব মিলিয়ে এপর্যন্ত মোট 17 লাখ 16 হাজার 607টি নমুনা পরীক্ষা করা হয়েছে ।
  • প্রতি 10 লাখে 19 হাজার 73 জনের পরীক্ষা হয়েছে ।

06:55 August 28

  • রাজ্যে 24 ঘণ্টায়  সুস্থ হয়ে উঠেছে 3 হাজার 189 জন ৷
  • সব মিলিয়ে এ পর্যন্ত মোট 1 লাখ 21 হাজার 46 জন সুস্থ হয়ে উঠল ।
  • রাজ্যে সুস্থতার হার 80.28 শতাংশ ।

06:48 August 28

  • 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 53 জনের ৷
  • মোট মৃতের সংখ্যা 3 হাজার 17 ।
  • কলকাতায় একদিনে মৃত্যু 16 জনের ৷

06:09 August 28

state live

  • গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা 2 হাজার 997 জন ৷  
  • এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1 লাখ 50 হাজার 772 ।

ABOUT THE AUTHOR

...view details