কলকাতা, 5 জুন : বেশ কয়েকদিন বন্ধ থাকার পর আংশিকভাবে খুলল ভারতীয় জাদুঘরের অফিস । কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যবিধি মেনে কর্মচারীরা ভারতীয় জাদুঘরে প্রবেশ করছেন । বিভিন্ন বিভাগের কর্মীরা ঢোকার সময় থার্মাল গান দিয়ে তাঁদের শরীরের তাপমাত্রা পরীক্ষা হচ্ছে ।
মে মাসের মাঝামাঝি সময়ে ভারতীয় জাদুঘরের এক CISF কর্মী কোরোনা আক্রান্ত হয়ে মারা যান । এরপর 21জন CISF কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হন । তাঁদের মধ্যে কেউ কেউ সুস্থ হয়ে ফিরে গিয়েছেন । এখনও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন । এই পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয়েছিল ভারতীয় জাদুঘরের সমস্ত অফিস । আজ আংশিকভাবে ভারতীয় জাদুঘরে কর্মচারীরা কাজ শুরু করেছেন ।
সোমবার থেকে জাদুঘরের কয়েকটি অফিস খুলে যায় । মিউজ়িয়ামের প্রদর্শশালা বন্ধ রয়েছে সম্পূর্ণভাবে । জাদুঘর সংস্কারের জন্য কেন্দ্র অনুমোদিত বরাদ্দকৃত টাকায় জাদুঘর সংস্কারের কাজ শুরু হয়েছে ।
এপ্রিল এবং মে মাসে আতঙ্ক ছড়িয়েছিল ভারতীয় জাদুঘরে । ই-মেল পাঠিয়ে কর্মচারীদের আসতে নিষেধ করা হয়েছিল । আজ থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য অফিস খুলেছে । এরই মধ্যে একাধিকবার জাদুঘর চত্বর এবং সংশ্লিষ্ট এলাকায় জীবাণুনাশকের কাজ সম্পূর্ণ হয়েছে । CISF ব্যাটেলিয়ান বদলে নতুন ব্যাটেলিয়ান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানানো হয়েছে ভারতীয় জাদুঘরের তরফে ।
আজ সকাল থেকেই জাদুঘর চত্বরে কড়া নজরদারি ছিল । প্রত্যেক কর্মচারীকে উপযুক্ত স্বাস্থ্যবিধি মেনে জাদুঘরে প্রবেশ করতে দেওয়া হয়েছে । হ্যান্ড স্যানিটাইজ়ার, মাস্ক ছিল আবশ্যক । শরীরের তাপমাত্রা মাপা হয়েছে প্রত্যেক কর্মচারীর । জাদুঘর সূত্রের খবর, জরুরি কয়েকটি কাজের জন্য দ্রুততার সঙ্গে জাদুঘরের অফিসগুলি স্বাভাবিক সময়ের জন্য খুলে দেওয়া হবে । অত্যন্ত জরুরি হয়ে পড়েছে জাদুঘরের বেশ কয়েকটি অংশের সংস্কারের কাজ ।