কলকাতা, 23 জুলাই:গাছের দায়িত্ব এবার ছাত্রছাত্রীদের ৷ গাছ দত্তক নিলেন একাধিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ সারা বছর সেগুলির দেখভাল করবেন এবার থেকে তাঁরা ৷ সম্প্রতি শেষ হয়েছে অরণ্য সপ্তাহ । তবে এখনও পরিবেশ রক্ষায় বিভিন্ন দিকে চলছে গাছ লাগানোর পালা । তেমনই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সার্ভিস স্কিমের (এনএসএস) যৌথ উদ্যোগে পালিত হল বনমহোৎসব 2023 ৷ বিশ্ববিদ্যালয়ের চকগড়িয়া, মোহনপুর এবং বেলগাছিয়া ক্যাম্পাসে আড়ম্বরের সঙ্গে এই উৎসব পালিত হয়েছে । গাছের চারা নেওয়া থেকে গাছ লাগানো ও দত্তক নেওয়ার ক্ষেত্রে ছাত্র, শিক্ষক, আধিকারিক থেকে কর্মচারীদের আগ্রহ এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো ।
বিশ্ববিদ্যালয়ের বুকে গাছের চারা দত্তক নেওয়ার মতো এক নতুন ধারণার জন্ম দিয়েছে আয়োজকেরা ৷ পাশাপাশি সর্বস্তরের মানুষের মধ্যে পরিবেশকে বাঁচানোর বার্তা দিয়েছেন তাঁরা ৷ ঠিক তেমনই আয়োজকেরা বার্তা দিয়েছেন, শুধু বৃক্ষরোপণেই থেমে থাকলে হবে না ৷ রোপিত গাছকে স্বযত্নে লালন ও পালন করে উদাহরণ সৃষ্টি করতে হবে । বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত সমস্ত স্তরের কর্মী, ছাত্রছাত্রীদের মধ্যে মোট 100টি বিভিন্ন জাতের চারা গাছ এদিন বিতরণ করা হয় । যা বিভিন্ন এলাকায় তাঁরা রোপণ করেন এবং গাছগুলিকে বড় করে তোলার দায়িত্ব নেন ।