কলকাতা, ১৮ নভেম্বর : আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক বিভাগের তৃতীয় সিমেস্টার পরীক্ষার রুটিন প্রকাশ করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় । রুটিনে দেখা যাচ্ছে B.A ও B.Sc-র তৃতীয় সিমেস্টারের ক্ষেত্রে সর্বোচ্চ ১৩ দিন ও সব থেকে কম ১ দিন ছুটি দেওয়া হয়েছে দু'টি পরীক্ষার মাঝে । B.Com তৃতীয় সিমেস্টারের ক্ষেত্রে সর্বোচ্চ তিন দিন ও সব থেকে কম ১ দিন ছুটি দেওয়া হয়েছে । গত সপ্তাহে তৃতীয় সিমেস্টারের পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে দু'দিন ধরে দফায় দফায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে বিক্ষোভ দেখায় বিভিন্ন কলেজের পড়ুয়ারা । তবে পরীক্ষা পিছিয়ে দেয়নি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । যদিও দু'টি পরীক্ষার মাঝে তিন-চারদিন করে ছুটি ছাত্র আন্দোলনের জয় বলেই মনে করছেন আন্দোলনকারী পড়ুয়ারা ।
গত বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে রাস্তা অবরোধ করে পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান পড়ুয়ারা ৷ তাঁদের অভিযোগ ছিল, CBCS-এর কারণে যে সিমেস্টার সিস্টেম চালু হয়েছে, তার জন্য উপযুক্ত পরিকাঠামো নেই কলেজগুলিতে । সাড়ে ৩ মাস ক্লাস করিয়ে ৬ মাসের সিমেস্টার শেষ করে দেওয়া হচ্ছে ৪ মাসেই । প্রস্তুতির জন্য পর্যাপ্ত পরিমাণ সময় না পাওয়ায় তৃতীয় সিমেস্টারের পরীক্ষার্থীরা চিন্তিত হয়ে পড়েন ৷ তাই ডিসেম্বরের পরিবর্তে জানুয়ারিতে পরীক্ষা শুরুর দাবিতে বৃহস্পতিবারও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে রাস্তা অবরোধ করে পডু়য়াদের একাংশ । কিন্তু পরীক্ষা শুরুর দিন পিছিয়ে দিতে রাজি হয়নি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া সম্ভব নয় । পূর্বনির্ধারিত দিন অর্থাৎ ১২ ডিসেম্বর থেকেই শুরু হবে স্নাতকের তৃতীয় সিমেস্টারের পরীক্ষা । আজ প্রকাশিত হয়েছে B.A, B.Sc, B.Com অনার্স, জেনেরাল, মেজরের প্রথম, তৃতীয় ও পঞ্চম সিমেস্টারের পরীক্ষার রুটিন । সেখানে দেখা যাচ্ছে তৃতীয় সিমেস্টারে দু'টি পরীক্ষার মাঝে তিন-চারদিন করেও ছুটি দেওয়া হয়েছে ।