কলকাতা, 23 অগস্ট: সোমবার রাজ্য সরকারের তরফ থেকে দুর্গাপুজোর ক্লাবগুলোর জন্য অনুদান ঘোষণার পর থেকেই সরকারি কর্মচারী মহলে মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বাড়ছে ক্ষোভ (Dearness allowance) । সরকারি কর্মচারী ইউনিয়নগুলি রাজ্য সরকারের এই নীতিতে রীতিমতো ক্ষুব্ধ । মুখ্যমন্ত্রী সোমবার ক্লাব প্রতি 60 হাজার টাকা করে দিয়ে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন দুর্গাপুজোয় । এর জন্য সরকারি কোষাগার থেকে খরচ হবে প্রায় আড়াইশো কোটি টাকার বেশি ।
বামপন্থী সরকারি ইউনিয়ন কো-অর্ডিনেশন কমিটির তরফ থেকে বলা হচ্ছে, রাজ্য সরকার ক্লাবগুলোকে খয়রাতি দিতে কোটি কোটি টাকা খরচ করতে পারে কিন্তু সরকারি কর্মচারীদের যেটা নায্য প্রাপ্য সেই মহার্ঘ ভাতা দেওয়ার কোনও উদ্যোগই নিচ্ছে না এই সরকার । কলকাতা হাইকোর্ট সরকারকে ডিএ দেওয়ার জন্য তিন মাস সময় দিয়েছিল । অথচ রাজ্য সরকারের সেই মহার্ঘ ভাতার টাকা দেওয়ার জন্য কোনও সদিচ্ছা আছে বলে মনে হচ্ছে না ।
আরও পড়ুন:আইপিএসদের সমতুল্য সুযোগ সুবিধা পাবেন ডব্লিউবিপিএস আধিকারিকরাও, ঘোষণা মুখ্যমন্ত্রীর
বামপন্থী সরকারি কর্মচারী ইউনিয়ন কো-অর্ডিনেশন কমিটির তরফ থেকে মঙ্গলবার জানানো হয়েছে সরকারের এই অবস্থানের ভিত্তিতে আন্দোলনের পথে যাওয়া ছাড়া তাদের জন্য কোনও রাস্তা খোলা নেই । আর সেই কারণেই আগামী 30 অগস্ট একদিনের কর্মবিরতির ডাক দিয়েছে এই সরকারি কর্মচারী ইউনিয়ন ৷
সংগঠনের তরফ থেকে বিজয় শংকর সিনহা জানিয়েছেন, স্যাটের রায়ে তিন মাসের মধ্যেই আদালত সরকারকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল । কিন্তু সময়সীমা অতিবাহিত হলেও সরকারের তরফ থেকে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না । এই অবস্থায় সরকারি কর্মচারীদের আন্দোলনের পথে হাঁটা ছাড়া কোনও বিকল্প নেই । আমরা প্রথম থেকেই জানতাম এই সরকার তার কর্মচারীদের কথা ভাবে না । আর সে কারণেই আন্দোলন করেই নিজেদের দাবি আদায় করে নিতে হবে আমাদের । আর সে কারণেই আগামী 30 অগস্ট একদিনের কর্মবিরতি পালন করব আমরা ।
আরও পড়ুন:ঠেলায় পড়ে কেন্দ্রীয় নির্দেশিকা মতো 100 দিনের কাজ সম্পাদনের নির্দেশ নবান্নের
প্রসঙ্গত, যেদিন এই সরকারি কর্মচারী সংগঠনের তরফ থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে ওই দিনই নবান্নে মন্ত্রিসভার বৈঠক রয়েছে । কাজেই রাজনৈতিক মহল মনে করছে সরকারের উপর চাপ তৈরি করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে । অন্যদিকে মামলাকারী সরকারি কর্মচারী ইউনিয়ন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ-এর নেতা মলয় মুখোপাধ্যায়ের এদিন জানিয়েছেন, যেহেতু রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশ মানছেন না তাই তারা আদালতের উপরই ভরসা রাখছেন । তিন মাসের মধ্যে মহার্ঘ ভাতা না দিয়ে এই সরকার যে আদালত অবমাননা করছেন সেটাই তারা তুলে ধরবেন । এই সংগঠনের তরফ থেকেও স্পষ্ট ভাষায় বলা হচ্ছে, সরকার সাধারণ সরকারি কর্মচারীদের ডিএ না দিয়ে যেভাবে দুর্গাপুজোর জন্য ক্লাবগুলোকে অনুদান দিচ্ছে সেটাই আদালতের সামনে তুলে ধরা হবে । এরপর আদালত যে সিদ্ধান্ত নেবে তা তারা মেনে নেবেন ।