পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Protest Against Rail Privatization: রেল বেসরকারিকরণের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি মেন্স ইউনিয়নের - Protest Against Rail Privatization

রেলের চাকা চলবে আমাদের বুকের উপর দিয়ে ৷ করা যাবে না বেসরকারিকরণ ৷ চরম হুঁশিয়ারি ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের (Protest Against Rail Privatization)।

Protest Against Rail Privatization
রেল বেসরকারিকরণের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি

By

Published : Mar 11, 2022, 6:44 PM IST

কলকাতা, 11 মার্চ: রেল বেসরকারিকরণের প্রতিবাদে ও বিভিন্ন শূন্যপদে প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগের দাবিতে আগামী 24 মার্চ পূর্ব রেলের সবকটি বড় স্টেশনে বিক্ষোভ অবস্থানের ডাক দিল ইস্টার্ন রেল মেন্স ইউনিয়ন । কোনও মতেই রেলের বেসরকারিকরন সহ্য করা হবে না। প্রয়োজনে রেলের চাকা চলবে তাঁদের বুকের উপর দিয়ে। চরম হুশিয়ারি দেওয়া হল ইস্টার্ন রেল মেন্স ইউনিয়নের পক্ষ থেকে (Eastern Rail Men's Union)।

সংগঠনের সাধারণ সম্পাদক অমিতকুমার ঘোষ বলেন, "রেল দেশের সম্পদ। আমজনতার জন্য রেল। তাই রেলের বেসরকারিকরণ রুখতে হবে । কারণ এমনটা হলে রেলের লক্ষ লক্ষ কর্মী বিপদে পড়বেন। হায়ার অ্যান্ড ফায়ার পদ্ধতি লাগু হবে।’’ পাশাপাশি ইউনিয়নের দাবি, শ্রম কোড বাতিল করতে হবে । রেলের বহু পদ এখনও শূন্য । অথচ আজ বহু বছর নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়েছে রয়েছে । অবিলম্বে সেই সব শূন্যপদে প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগ চালু করতে হবে।

আরও পড়ুন:Women's Day 2022: রাজধানী এক্সপ্রেস চালানোর স্বপ্ন মালদার পিয়ালির

তিনি জানান, যেভাবে কেন্দ্র সরকার রেলকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে, তা কোনও মতেই মেনে নেওয়া হবে না । ইতিমধ্যেই বেশ কয়েকটি স্টেশনকে বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছে কেন্দ্র সরকার । সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে 24 মার্চ পূর্ব রেলের সমস্ত বড় স্টেশনগুলোতে সারাদিন ধরে চলবে বিক্ষোভ অবস্থান (Protest Against Rail Privatization) । পূর্ব রেলের কয়েক হাজার কর্মী অংশগ্রহণ করবেন ওই কর্মসূচিতে।

ABOUT THE AUTHOR

...view details