কলকাতা, 22 মে:রাজ্যে আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হয়েছে ৷ স্বাকার করে নিল খোদ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক ৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চিঠির প্রেক্ষিতে পালটা চিঠি দিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক গিরিরাজ সিং জানান, আবাস যোজনার ঘর প্রাপকদের ক্ষেত্রে নির্বাচন সুষ্ঠুভাবে রাজ্যে হয়নি ৷ সেই সঙ্গে, সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে বলেও চিঠিতে জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী ৷
চিঠিতে গিরিরাজ সিং দাবি করেছেন, আবাস দুর্নীতির ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআরের পাশাপাশি বেশ কয়েকজন বিডিও'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ শোকজ করা হবে জেলার পদাধিকারীদেরও ৷ পাশাপাশি আট জেলার ক্ষেত্রে আবাস যোজনায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলেও মনে করছে কেন্দ্র ৷ রিপোর্ট অনুযায়ী, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, দার্জিলিং, নদিয়া এবং মালদায় সব থেকে বেশি দুর্নীতি হয়েছে বলেই মনে করছে কেন্দ্র ৷
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে রাজ্যে বেনিয়ম হয়েছে বলে বিরোধীরা আগেই অভিযোগ করেছিলেন ৷ বিস্তর অভিযোগের জেরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক টিমও পাঠিয়েছিল রাজ্যে ৷ রাজ্যের বিভিন্ন গ্রাম ঘুরে একাধিক রিপোর্ট কেন্দ্রীয় মন্ত্রকের কাছে জমা করে সেই টিমের সদস্যরা ৷ প্রাথমিকভাবে, কেন্দ্রের টিমের সদস্যরা যে বক্তব্য রেখেছিল সংবাদ মাধ্যমের সামনে, তাতেই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল, রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি হয়েছে ৷ বিজেপিও বরাবরই দাবি করে এসেছে কেন্দ্রীয় প্রকল্পের সুফল পায়নি সাধারণ মানুষ ৷