কলকাতা, 10 মার্চ: কেন্দ্রীয় প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার নিজের নাম দিয়ে চালাচ্ছে, এমন অভিযোগ রাজ্য বিজেপি দীর্ঘদিন করে আসছে । বুধবার সেই একই অভিযোগ শোনা গেল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলের (Union Minister Prahlad Singh Patel) মুখেও ।
রাজ্য বিজেপি দফতরে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "আমাদের কাছে খবর আছে প্রধানমন্ত্রী ঘোষিত জল জীবন মিশনের (Jal Jeevan Mission) নাম পরিবর্তন করেছে রাজ্য সরকার । যদি সত্যিই এটা হয়ে থাকে, তাহলে কেন্দ্রীয় সরকারের কাছে যেন সহযোগিতা আশা না করে রাজ্য ।' তাঁর কথায়, "কেন্দ্রীয় সরকারের লক্ষ্য 2024 সালের মধ্যে নল দিয়ে ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া । 2019-এর 15 অগস্ট যখন এই প্রকল্পের ঘোষণা হয়েছিল, তখনও পর্যন্ত সারা দেশে নলের মাধ্যমে মাত্র 17 শতাংশ ঘরে জল পৌঁছে দেওয়া গিয়েছিল, এখন তা বেড়ে হয়েছে 47 শতাংশ । আজ আমরা 6টি রাজ্য বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মিজোরাম, ওড়িশা, ছত্তিশগড়ের জল জীবন মিশন প্রকল্পের সমীক্ষা করলাম । পশ্চিমবঙ্গে 2024 সালের মধ্যে এই লক্ষ্য পূরণ করতে পারে ।'