কলকাতা, 11 নভেম্বর : রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা । শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দরে নেমে রাজারহাটের হিটকো ভবনে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজির সঙ্গে বৈঠক করবেন তিনি ।
নবান্ন সূত্রে খবর, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ছাড়াও এই বৈঠকে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা ও ডিজি মনোজ মালব্য । এই বৈঠকে রাজ্যের সমস্ত সীমান্তবর্তী জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদেরও ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলা হয়েছে । এছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন উচ্চপদস্থ সেনা আধিকারিক-সহ নৌ সেনা ও বিএসএফের উচ্চপদস্থ কর্তারাও ।
মূলত রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা হতে পারে বলে খবর । কাঁটাতার লাগানো থেকে শুরু করে সীমান্তে নিরাপত্তা, চেকপোস্ট বাড়ানো ও বিএসএফের নতুন ক্যাম্প তৈরির জন্য জমি নিয়ে মাঝেমধ্যেই রাজ্য সরকারের সঙ্গে একটা সংঘাতের আবহ তৈরি হয় ৷ সমস্ত সমস্যা কাটিয়ে যাতে রাজ্য এবং কেন্দ্র সীমান্তে একসঙ্গে কাজ করতে পারে সেই জন্যই এই বৈঠক বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন :Salua Training Camp : দয়া করে গুলি চালানো বন্ধ করুন, জেলাশাসককে চিঠি সালুয়াবাসীর