কলকাতা, 9 মে: আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্ম জয়ন্তী । সেই উপলক্ষে সকাল সকাল কলকাতায় জোড়াসাঁকো গিয়ে তাঁর আবক্ষ মূর্তিতে মাল্যদান করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এরপর তিনি ঘুরে দেখলেন বিশ্বকবির বাসভবন । তিনি অত্যন্ত মনোযোগ সহকারে এ দিন ঠাকুরবাড়িতে থাকা সবকটি ছবি এবং তার সঙ্গে যা যা লেখা রয়েছে সেগুলি খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন । তারপর তিনি পদ্ম ফুল দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির সামনে শ্রদ্ধাজ্ঞাপন করেন ৷ অন্যান্যদের মতো আমিত শাহও মঙ্গলবার ভিজিটর বুকে নিজের নামের সঙ্গে আজকের অভিজ্ঞতার কথা লেখেন ৷ আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জোড়াসাঁকোয় ছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ আরও অনেকেই । এছাড়াও ছিলেন আসানসোলের সাংসদ অগ্নিমিত্রা পল ।
প্রসঙ্গত, একদিনের ঝটিকা সফরে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । পঁচিশে বৈশাখ কবিগুরুকে সম্মান জানাতেই বিশেষ করে শহরে আসা তাঁর । এরপর তাঁর একাধিক কর্মসূচি রয়েছে । এখান থেকে তিনি সোজা চলে যাবেন বনগাঁর পেট্রাপোলে । তারপর তিনি আবারও ফিরে আসবেন মহানগরে ৷ যাবেন সায়েন্স সিটিতে । রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে মঙ্গলবার সায়েন্স সিটিতে একাধিক অনুষ্ঠান রয়েছে । দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত সেখানেই থাকবেন তিনি ৷ বিকেলে সায়েন্স সিটি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তিনি ।