পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Amit Shah at Jorasanko: কবিগুরুর জন্মজয়ন্তীতে জোড়াসাঁকোয় শাহ, রবিঠাকুরের মূর্তিতে মাল্যদান - রবিঠাকুরের মূর্তিতে মাল্যদান

রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্ম জয়ন্তীতে জোড়াসাঁকো গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ ঘুরে দেখলেন কবিগুরুর বাসভবন ৷

Amit Shah
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

By

Published : May 9, 2023, 12:23 PM IST

Updated : May 9, 2023, 1:52 PM IST

কবিগুরুর জন্মজয়ন্তীতে জোড়াসাঁকোয় অমিত শাহ

কলকাতা, 9 মে: আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্ম জয়ন্তী । সেই উপলক্ষে সকাল সকাল কলকাতায় জোড়াসাঁকো গিয়ে তাঁর আবক্ষ মূর্তিতে মাল্যদান করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এরপর তিনি ঘুরে দেখলেন বিশ্বকবির বাসভবন । তিনি অত্যন্ত মনোযোগ সহকারে এ দিন ঠাকুরবাড়িতে থাকা সবকটি ছবি এবং তার সঙ্গে যা যা লেখা রয়েছে সেগুলি খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন । তারপর তিনি পদ্ম ফুল দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির সামনে শ্রদ্ধাজ্ঞাপন করেন ৷ অন্যান্যদের মতো আমিত শাহও মঙ্গলবার ভিজিটর বুকে নিজের নামের সঙ্গে আজকের অভিজ্ঞতার কথা লেখেন ৷ আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জোড়াসাঁকোয় ছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ আরও অনেকেই । এছাড়াও ছিলেন আসানসোলের সাংসদ অগ্নিমিত্রা পল ।

প্রসঙ্গত, একদিনের ঝটিকা সফরে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । পঁচিশে বৈশাখ কবিগুরুকে সম্মান জানাতেই বিশেষ করে শহরে আসা তাঁর । এরপর তাঁর একাধিক কর্মসূচি রয়েছে । এখান থেকে তিনি সোজা চলে যাবেন বনগাঁর পেট্রাপোলে । তারপর তিনি আবারও ফিরে আসবেন মহানগরে ৷ যাবেন সায়েন্স সিটিতে । রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে মঙ্গলবার সায়েন্স সিটিতে একাধিক অনুষ্ঠান রয়েছে । দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত সেখানেই থাকবেন তিনি ৷ বিকেলে সায়েন্স সিটি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তিনি ।

কবিগুরুর জন্ম জয়ন্তীতে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে অমিত শাহ

সম্প্রতি বীরভূম সফরে এসে অমিত শাহ আগামী লোকসভা নির্বাচনে 35-এর বেশি আসনে জেতার টার্গেট সেট করে দিয়ে গিয়েছিলেন । এরপর আবারও রাজ্যে একদিনের সফরে এলেন তিনি । এটি রাজনৈতিক এবং সাংগঠনিক সফর তো বটেই ৷ তবে মূলত বাঙ্গালির ভাবাবেগকে ছুঁয়েছেন তিনি আজ । কারণ এ দিন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষেই অনেক বেশি অনুষ্ঠান রয়েছে তাঁর কর্মসূচিতে । আজ মহা আড়ম্বরের সঙ্গে কবিগুরুর জন্মজয়ন্তী পালিত হচ্ছে । শান্তিনিকেতনের বিশ্বভারতী থেকে শুরু করে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এই দিনটিতে উপচে পড়েছে ভিড় । সারাদিন ধরেই চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ।

আরও পড়ুন:নির্বাচনে জন্য নয়, রবীন্দ্র আদর্শকে জীবনে ব্যবহার করতে অমিত শাহকে পরামর্শ ফিরহাদের

Last Updated : May 9, 2023, 1:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details