পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রবিবার রাজ্যে আসছেন অমিত শাহ ! দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর - অমিত শাহ

Union Home Minister Amit Shah is coming to state on Sunday: সোমবার অমিত শাহ হয়তো একটি সাংগঠনিক বৈঠকও করবেন রাজ্য বিজেপির নেতা এবং প্রথম সারির দলীয় কার্যকর্তাদের নিয়ে। এমনটাই জানা যাচ্ছে বিজেপি সূত্রে। তবে স্বাভাবিকভাবেই এখানে একটা জল্পনা তৈরি হয়েছে যে, যদি রবিবারই রাজ্যে এসে পৌঁছন অমিত শাহ তাহলে কি তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেন ? যদিও এই বিষয় এখনও কিছুই জানা যায়নি।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2023, 5:20 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর:আগামী রবিবার অর্থাৎ 24 ডিসেম্বর রাজ্যে ফের আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনটাই খবর পাওয়া যাচ্ছে বিজেপি সূত্র মারফৎ। লোকসভার আগেই আবারও রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। তাঁর সঙ্গেই ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ৷ মনে করা হচ্ছে যে, ওই বৈঠকেই রাজ্যে অমিত শাহের আসা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

জানা গিয়েছে, সোমবার অমিত শাহ হয়তো একটি সাংগঠনিক বৈঠকও করবেন রাজ্য বিজেপির নেতা এবং প্রথম সারির দলীয় কার্যকর্তাদের নিয়ে। এমনটাই জানা যাচ্ছে বিজেপি সূত্রে। তবে স্বাভাবিকভাবেই এখানে একটা জল্পনা তৈরি হয়েছে যে, যদি রবিবারই রাজ্যে এসে পৌঁছন অমিত শাহ তাহলে কি তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেন ? যদিও এই বিষয় এখনও কিছুই জানা যায়নি।

আগামী রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে, লক্ষ কন্ঠে গীতা পাঠের কর্মসূচি রয়েছে সেখানে প্রথমে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তবে তারপর সাধু-সন্তদের জানানো হয় যে, প্রধানমন্ত্রীর বিশেষ কিছু কাজ থাকার জন্য তিনি আসতে পারবেন না সেই নির্ধারিত অনুষ্ঠানে। ধার্মিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিত থেকে গীতা পাঠকে খুব একটা ভালো চোখে দেখেনি রাজনৈতিক মহলের একাংশও। তবে সেই কারণেই যে, শেষ মুহূর্তে তাঁর এই কর্মসূচি বাতিল করা হয় তেমনটাও স্পষ্টভাবে উল্লেখ করেনি বিজেপি।

অন্যদিকে, আরও জানা যাচ্ছে, ওইদিনই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে কি তিনি গীতা পাঠের অনুষ্ঠানের জন্যেই আসছেন, নাকি তিনি শুধুমাত্র সাংগঠনিক বৈঠকের কারণেই আসছেন তা নিয়ে অবশ্য মুখ খোলেননি বিজেপি নেতৃত্ব ৷

ABOUT THE AUTHOR

...view details