কলকাতা, 25 নভেম্বর: মিড ডে মিল দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তাতে কেন্দ্রীয় নির্দেশেই তদন্তে নামতে পারবে সিবিআই ৷ রাজ্য সরকারের সিবিআই তদন্ত নিয়ে জেনারেল কনসেন্ট প্রত্যাহার কোনও বাধা তৈরি করবে না ৷ শনিবার এমনটাই দাবি করেছেন বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুভাষ সরকার ৷
এ দিন তিনি বলেন, ‘‘এই বিষয়ে অনেকে বলছেন, রাজ্য সরকার নাকি জেনারেল কনসেন্ট প্রত্যাহার করেছে ৷ কিন্তু এক্ষেত্রে সেটা কোনও বাধা হবে না ৷ কারণ, এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের ৷ সেই অর্থ নয়ছয় নিয়ে তদন্তের কথা বলা হয়েছে ৷ সেখানে রাজ্য সরকারের জেনারেল কনসেন্ট প্রত্যাহার কোনও বাধা হবে না ৷’’
উল্লেখ্য, মিড ডে মিলের টাকা (যা আসে পিএম পোষণ প্রকল্প থেকে) নয়ছয় করার অভিযোগ দীর্ঘদিন ধরে তুলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি একাধিকবার দাবি করেছেন যে ওই টাকায় কখনও বগটুইয়ে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, আবার কখনও বস্ত্র বিতরণ করা হয়েছে ৷ এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠিও লেখেন তিনি ৷ শুক্রবার সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানান যে শিক্ষামন্ত্রক সব কিছু খতিয়ে দেখে এই নিয়ে সিবিআই তদন্তের সুপারিশ করেছে ৷
এই নিয়ে সুভাষ সরকার বলেন, ‘‘মিড ডে মিল নিয়ে পশ্চিমবঙ্গে প্রচুর অনিয়ম দেখা গিয়েছে এবং কেন্দ্রীয় সরকারের পরিদর্শক দল কয়েকবার এসেছে ৷ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ধরা পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে...মানে একজনের সঙ্গে আরেকজনের কথার কোনও মিল নেই ৷ কাজেই শিক্ষামন্ত্রক বাধ্য হয়েছে এটা সিবিআই তদন্তে দেওয়ার জন্য ৷ সিবিআই তদন্তের জন্য শিক্ষামন্ত্রক চিঠি লিখেছে ৷’’