কলকাতা, 8 সেপ্টেম্বর : কলকাতার স্টিফেন হাউজ়ের সামনে বিস্ফোরণ । বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা । অনুমান মেট্রোর কাজের জন্যই আন্ডারগ্রাউন্ড কেবলে বিস্ফোরণ হয় । ঘটনাস্থানে KMRCL ও CESC-র আধিকারিকরা । পৌঁছেছে দমকলও । রয়েছে পুলিশ । বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা ।
ডালহৌসি এলাকায় এই বিস্ফোরণের জেরে রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকায় । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মাটির নিচের কেবল ফেটে এই বিস্ফোরণ । এর জেরে রাস্তার বেশ খানিকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ।
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত রাস্তা সাধারণভাবে ওই এলাকায় সন্ধেবেলায় প্রচুর মানুষ যাতায়াত করেন । কিন্তু, আজ রবিবার ছুটির দিন । প্রায় সব অফিস বন্ধ । যানবাহনের পরিমাণও অন্যদিনের তুলনায় কম । সেজন্য বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো গেছে ।
বিস্ফোরণের খবর মিলতেই ঘটনাস্থানে পৌঁছান কলকাতা পুলিশের শীর্ষকর্তারা । নিয়ে আসা হয়েছে পুলিশ কুকুর । পৌঁছান বম্ব স্কয়্যাডের কর্তারাও । কেবল লাইন বিস্ফোরণ না এর সঙ্গে কোনও নাশকতার ঘটনা জড়িয়ে রয়েছে, সেবিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । কিছুদিন আগেই খাস কলকাতা থেকেই গ্রেপ্তার হয়েছিল বেশ কিছু জঙ্গি । এই বিস্ফোরণের ঘটনার সঙ্গে এর যোগ আছে কি না তাও দেখা হচ্ছে ।