পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মার্চেই স্নাতক স্তরের অনলাইন পরীক্ষা, নিয়মবিধি স্থির করতে বৈঠক কলকাতা বিশ্ববিদ্যালয়ে - UG Examination in Calcutta University

অনলাইন মাধ্যমে পরীক্ষা সম্পন্ন হওয়ার 21 দিনের মধ্যে উত্তরপত্র মূল্যায়ন করে নম্বর জমা দিতে হবে অধীনস্থ কলেজগুলিকে । বৈঠকে এমনই আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক ।

কলকাতা বিশ্ববিদ্যালয়
ছবি

By

Published : Feb 16, 2021, 6:15 AM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি : আর্টস, সায়েন্স ও কমার্সের স্নাতক কোর্সের বিজোড় সিমেস্টারের পরীক্ষা অনলাইন মাধ্যমে 8 মার্চ থেকে 26 মার্চের মধ্যে নিতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয় । সেই পরীক্ষা পরিচালনার নিয়মবিধি স্থির করতে সোমবার বৈঠক করলেন বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট বোর্ড অফ স্টাডিজ়ের চেয়ারপার্সনরা ।

কোন নিয়মে হবে স্নাতক স্তরের পরীক্ষা ? কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক পদস্থ আধিকারিক বলেন, "পরীক্ষার দিনে অধীনস্থ সব কলেজকে প্রশ্নপত্রের সফ্ট কপি পাঠিয়ে দেবে বিশ্ববিদ্যালয় । বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও সেই প্রশ্নপত্র আপলোড করে দেওয়া হবে । অনলাইন মাধ্যমে পরীক্ষা সম্পন্ন হওয়ার 21 দিনের মধ্যে উত্তরপত্র মূল্যায়ন করে নম্বর জমা দিতে হবে অধীনস্থ কলেজগুলিকে । যাতে বিশ্ববিদ্যালয় যথাসময়ে ফলাফল প্রকাশ করতে পারে ।"

আরও পড়ুন : ফলপ্রকাশের দাবিতে কলকাতা বিশ্ববিদ‍্যালয়ে বিক্ষোভ কলেজ পড়ুয়াদের

এরপর ইন্টার্নাল, টিউটোরিয়াল ও প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে আবার বৈঠক করবে প্রতিটি বিষয়ের আন্ডার গ্র্যাজুয়েট বোর্ড অফ স্ট্যাডিজ় । সেই বৈঠকের সিদ্ধান্তও জানিয়ে দেওয়া হবে অধীনস্থ কলেজগুলিকে । গত বছর 24 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যে গাইডলাইন দিয়েছিল তা কঠোরভাবে মেনেই পরীক্ষার নির্ঘণ্ট প্রস্তুত করা হয়েছে বলে জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের এক পদস্থ আধিকারিক।

ABOUT THE AUTHOR

...view details