হরিদেবপুর, 19 জুন: বছর সাতেকের ভাইপোকে কুয়োয় ফেলে দেওয়ার অভিযোগ জেঠুর বিরুদ্ধে ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানা এলাকার নন্দনা পার্কে ৷ এদিন পারিবারিক অশান্তির জেরে রাত সাড়ে আটটা নাগাদ জেঠু তার নাবালক ভাইপোকে কুয়োয় ফেলে দেয় বলে প্রতিবেশীরা অভিযোগ করেন ৷
দুই ভাই ওমপ্রকাশ ও জয়প্রকাশ ৷ এর মধ্যে বড়ভাই ওমপ্রকাশ শিবরামপুরে গ্রীনফিল্ড সিটিতে ফ্ল্যাট কিনে থাকে ৷ রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ ওমপ্রকাশ তাঁর স্ত্রী রুবিকে নিয়ে নালন্দা পার্কের বাড়িতে এসেছিলেন ৷ নালন্দা পার্কের এই বাড়িটি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেশ কয়েক বছর ধরেই গন্ডগোল লেগেই থাকত ৷ রবিবার সন্ধ্যা নাগাদ ওমপ্রকাশ এই বাড়িতে এসে ভাই জয়প্রকাশকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলে ৷ এই নিয়ে দুই ভাই ও তাঁদের বউদের মধ্যে বচসা শুরু হয়ে যায় ৷ সেই সময় জয়প্রকাশের সাত বছরের ছেলে পাশেই দাঁড়িয়েছিল ৷ তখনই ঝামেলার মধ্যে ওমপ্রকাশ তাঁর ছোট ভাইয়ের ছেলেকে বাড়ির মধ্যে থাকা একটি কুয়োর মধ্যে ফেলে দেয় বলে অভিযোগ ৷