কলকাতা, 13 এপ্রিল: এক নবাগত পড়ুয়াকে হেনস্থা ও ব়্যাগিংয়ের অভিযোগ ৷ গত বছর নভেম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় এতদিন পরে হস্তক্ষেপ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি । সরাসরি ইউজিসির থেকে চিঠি পাঠানো হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ।
ইউজিসিকে পাঠানো অভিযোগ অনুসারে, গত বছর নভেম্বর মাসে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন বরণ অনুষ্ঠান নিয়ে ছাত্রছাত্রীরা অভিযোগ জানিয়েছিল ৷ সেখানে বলা হয়, নবাগত ছাত্রছাত্রীদের স্টেজে তুলে তাঁদের কিছু যৌন দৃশ্য অভিনয় করে দেখাতে বলা হয় । পড়ুয়ারা বিষয়টি নিয়ে আপত্তি জানানো সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের সিনিয়ররা সেই কথায় কান দেননি । উলটে, প্রথম বর্ষের কিছু ছাত্রীদের সিনিয়রদের সঙ্গে বিয়ে হওয়ার দৃশ্যও অভিনয় করে দেখাতে বলা হয়েছিল বলে অভিযোগ ওঠে । এছাড়াও কিছু ছাত্রদের আপত্তিকর দৃশ্য অভিনয় করে দেখাতে বলা হয়েছিল বলেও অভিযোগের আঙুল উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিনিয়রদের দিকে ।
সূত্রের খবর, সিনিয়রদের নামে অভিযোগ করলে যদি ব়্যাগিং বা হেনস্থা যদি আরও বেড়ে যায় সেই ভয়ে ছাত্র-ছাত্রীরা পিছিয়ে গিয়েছিলেন । এরপর সেই ছাত্র-ছাত্রীরাই একত্রিত হয়ে একেবারে ইউজিসিতে নালিশ ঠোকে বলে জানা গিয়েছে । তারপরই নড়েচড়ে বসে ইউজিসি । পুরো বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করতে এবং দ্রুত সেই রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে ইউজিসি ।