পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ragging in JU: নবীন বরণে যৌন দৃশ্যে অভিনয় করতে জোর, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে চিঠি ইউজিসির

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ব়্যাগিংয়ের অভিযোগ উঠেছে দ্বিতীয় বর্ষের ছাত্র-ছাত্রীদের মধ্যে । ঘটনার পাঁচমাস পর হস্তক্ষেপ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি ।

Etv Bharat
ফ্রেশার ওয়েলকামে হেনস্থার অভিযোগ

By

Published : Apr 13, 2023, 4:10 PM IST

কলকাতা, 13 এপ্রিল: এক নবাগত পড়ুয়াকে হেনস্থা ও ব়্যাগিংয়ের অভিযোগ ৷ গত বছর নভেম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় এতদিন পরে হস্তক্ষেপ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি । সরাসরি ইউজিসির থেকে চিঠি পাঠানো হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ।

ইউজিসিকে পাঠানো অভিযোগ অনুসারে, গত বছর নভেম্বর মাসে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন বরণ অনুষ্ঠান নিয়ে ছাত্রছাত্রীরা অভিযোগ জানিয়েছিল ৷ সেখানে বলা হয়, নবাগত ছাত্রছাত্রীদের স্টেজে তুলে তাঁদের কিছু যৌন দৃশ্য অভিনয় করে দেখাতে বলা হয় । পড়ুয়ারা বিষয়টি নিয়ে আপত্তি জানানো সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের সিনিয়ররা সেই কথায় কান দেননি । উলটে, প্রথম বর্ষের কিছু ছাত্রীদের সিনিয়রদের সঙ্গে বিয়ে হওয়ার দৃশ্যও অভিনয় করে দেখাতে বলা হয়েছিল বলে অভিযোগ ওঠে । এছাড়াও কিছু ছাত্রদের আপত্তিকর দৃশ্য অভিনয় করে দেখাতে বলা হয়েছিল বলেও অভিযোগের আঙুল উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিনিয়রদের দিকে ।

সূত্রের খবর, সিনিয়রদের নামে অভিযোগ করলে যদি ব়্যাগিং বা হেনস্থা যদি আরও বেড়ে যায় সেই ভয়ে ছাত্র-ছাত্রীরা পিছিয়ে গিয়েছিলেন । এরপর সেই ছাত্র-ছাত্রীরাই একত্রিত হয়ে একেবারে ইউজিসিতে নালিশ ঠোকে বলে জানা গিয়েছে । তারপরই নড়েচড়ে বসে ইউজিসি । পুরো বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করতে এবং দ্রুত সেই রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে ইউজিসি ।

আরও পড়ুন: বিবিসি ইন্ডিয়ার বিরুদ্ধে ফেমা মামলা দায়ের ইডি-র

জানা গিয়েছে, গতবছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ বা নবীন বরণ অনুষ্ঠানের পুরো দায়িত্ব সামলেছিলেন দ্বিতীয় বর্ষের ছাত্র-ছাত্রীরা । এই বিষয় যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন (জুটা)-র সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, "যাদবপুর বিশ্ববিদ্যালয় কখনোই ব়্যাগিংকে সমর্থন করে না । এই ধরনের অভিযোগের বিরুদ্ধে রয়েছে বিশেষ অ্যান্টি ব়্যাগিং স্কোয়াড । এখানে ব়্যাগিং সম্পর্কিত যে অভিযোগ জমা পড়ে, সেগুলির দ্রুত নিষ্পত্তি করে দোষীদের যথাযথ শাস্তি দেওয়া হয় । এই অভিযোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ । ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বৈঠক হয়েছে । পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । ওইদিন যারা যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলা হবে । দ্রুত এই সমস্যার নিষ্পত্তি করা হবে ।"

ABOUT THE AUTHOR

...view details