কলকাতা, 11 অগস্ট : দূর শিক্ষার (Distance Education) অনুমোদন পেল না রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় (Rabindra Bharati University) ৷ এ বছরের শিক্ষাবর্ষে একাধিক বিষয়ে পঠনপাঠনের ক্ষেত্রে দূর শিক্ষার অনুমতি দিল না ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা ইউজিসি (University Grants Commission, UGC)।
জানা গিয়েছে, এ বছরে ইংরেজি, ইতিহাস, পলিটিকাল সায়েন্স, এডুকেশন ও ভূগোল, পড়তে দূর শিক্ষায় ভর্তি হওয়া যাবে না রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে । এর কারণ হিসেবে জানানো হয়েছে এই বিষয়গুলি পড়ানোর জন্য অধ্যাপকের অভাব রয়েছে বিশ্ববিদ্যালয়ে । তাই অনুমতি খারিজ হয়েছে বলে খবর । তবে এ বছর বাংলা, পরিবেশবিদ্যা, সোশ্যাল ওয়ার্ক, রবীন্দ্র সংগীত, মিউজিক ও সংস্কৃতি বিষয়ে দূর শিক্ষায় পড়ানোর জন্যই অনুমোদন দেওয়া হয়েছে ।