কলকাতা, 5 নভেম্বর : আগামী ডিসেম্বর থেকেই রাজ্যে খুলে যাচ্ছে কলেজ ও বিশ্ববিদ্যালয় ৷ যদিও তারিখ এখনও নির্দিষ্ট হয়নি ৷ কোরোনার কারণে দেশজুড়ে লকডাউন ঘোষিত হওয়ায় গত 16 মার্চ থেকে বন্ধ রয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালগুলি ৷ আনলক প্রক্রিয়া শুরু হওয়ার পর সব ক্ষেত্রেই বিধিনিষেধ উঠছে ৷ এবার কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার উদ্যোগ নেওয়া হয়েছে ৷ নভেম্বরের মাঝামাঝি সময় থেকে হরিয়ানা, ওডিশা, তামিলনাড়ুর মতো কয়েকটি রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা চলছে ৷ তার আগে কোরোনা সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে UGC ৷ নির্দেশিকা মেনেই সর্বত্র স্কুল ও বিশ্ববিদ্যালয় খোলা হবে ৷
পড়ুয়া, ফ্যাকাল্টি মেম্বার, কর্মী এবং বিভিন্ন কাজে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আসা মানুষদের এই নির্দেশিকা মেনে চলতে হবে ৷ নিয়মগুলি হল-
1. কমপক্ষে 6 ফিটের সামাজিক দূরত্ব মেনে চলতে হবে ৷
2. মাস্ক পরা বাধ্যতামূলক ৷
3. হাত নোংরা না থাকলেও ঘনঘন হাত ধুতে হবে (কমপক্ষে 40-60 সেকেন্ড ধরে) ৷ প্রয়োজন পড়লে অ্যালকোহল যুক্ত স্যানিটাইজ়ার ব্যবহার করতে হবে (কমপক্ষে 20 সেকেন্ড ধরে) ৷