পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

JU Student Death: বিশ্ববিদ্যালয়ের রিপোর্টে 'সন্তুষ্ট', আপাতত যাদবপুরে আসছে না ইউজিসি - UGC delegtation Jadavpur University visit

যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল ইউজিসি কর্তৃপক্ষের ৷ তবে এখনই তা হচ্ছে না ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে রিপোর্ট পাঠিয়েছেন ৷ তাতে সন্তুষ্ট কর্তৃপক্ষ ৷

ETV Bharat
যাদবপুর বিশ্ববিদ্যালয়

By

Published : Aug 15, 2023, 1:45 PM IST

কলকাতা, 15 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে না ইউজিসির কর্তৃপক্ষ ৷ "বিশ্ববিদ্যালয়ের পাঠানো রিপোর্টে সন্তুষ্ট ইউজিসি ৷ তাই এখনই তাঁরা আসছেন না", বললেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অমিতাভ দত্ত ৷ গত 9 অগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের হস্টেলের নীচ থেকে প্রথম বর্ষের পড়ুয়ার দেহ পাওয়া যায় ৷ বৃহস্পতিবার সকালে হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷

এই ঘটনায় তোলপাড় রাজ্য ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপর অসন্তুষ্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি ৷ বিশ্ববিদ্যালয়ের থেকে এই ঘটনায় রিপোর্ট তলব করে ইউজিসি কর্তৃপক্ষ ৷ বুধবার ইউজিসির তরফে প্রতিনিধিরা এসে পুরো ঘটনা খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছিল ৷ এদিকে ছাত্র মৃত্যুর চারদিন পর ক্যাম্পাসে ফিরে ইউজিসিকে রিপোর্ট পাঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু ৷ জানা গিয়েছে, সেই রিপোর্ট দেখে আপাতত সন্তুষ্ট ইউজিসি কর্তৃপক্ষ ৷

পড়ুয়ার মৃত্যুর পর থেকে বিশ্ববিদ্যালয় কী ব্যবস্থা নিয়েছে- বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইউজিসিকে পাঠানো রিপোর্টে তা উল্লেখ করা হয়েছে ৷ তাতে জানানো হয়েছে, ওই ঘটনার পরেই প্রথম বর্ষের সব পড়ুয়াদের অন্য একটি হস্টেলে স্থানান্তরিত করা হয়েছে ৷ তাঁরা যেন আতঙ্কিত হয়ে না পড়েন, তার জন্য কর্তৃপক্ষ নজরদারি করছে ৷ এছাড়া প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য একজন করে মেন্টরও রাখা হয়েছে ৷ পড়ুয়ারা কোনও সমস্যা পড়লে সংশ্লিষ্ট মেন্টরের সঙ্গে যোগাযোগ করবে ৷

আরও পড়ুন: বুধে আসবেন প্রতিনিধিরা, ছাত্রমৃত্যু কাণ্ডে ইউজিসি-কে রিপোর্ট পাঠাল যাদবপুর

সেই সব মেন্টরদের নামের তালিকা ইতিমধ্যে ইউজিসিকে পাঠানো হয়েছে ৷ এছাড়াও প্রাক্তনীদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ তাঁরা আদৌ হস্টেল ছেড়েছেন কি না, তা দেখার জন্য ফিজিক্যাল ভেরিফিকেশন হবে ৷ পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও হস্টেলে সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা জানা গিয়েছে ৷ প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুতে ব়্যাগিংয়ের তথ্য সামনে আসে ৷ এখনও পর্যন্ত এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details