বিধাননগর, 2 এপ্রিল : কোরোনা সংক্রান্ত সংবাদমাধ্যমের খবর বিকৃত করে সোশাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । রাকেশ রায় ও প্রশান্ত মল্লিক নামে ওই দুই যুবককে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশের হাতে তুলে দেয় নিউটাউন থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৫০০, ৫০৫ ও ৪৬৯ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে তারা। বাজেয়াপ্ত হয়েছে অপরাধে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ।
কোরোনা সংক্রান্ত গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার 2 যুবক - coronavirus news
সংবাদমাধ্যমের খবরের স্ক্রিনশট নিয়ে সেটি বিকৃত করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয় দুই যুবক ৷ তাদের গ্রেপ্তার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
জানা গিয়েছে, প্রথম সারির এক বাংলা বৈদ্যুতিন সংবাদমাধ্যমের খবরের স্ক্রিনশট নিয়ে সেটি বিকৃত করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেন প্রমোদনগরের বাসিন্দা রাকেশ রায় এবং কেষ্টপুরের বাসিন্দা প্রশান্ত মল্লিক । অভিযুক্তদের দাবি, নিছক মজা করার জন্যই তাঁরা এই ঘটনা ঘটিয়েছিল । কিন্তু মুহূর্তের মধ্যে তাঁদের বিকৃত করা পোস্ট ভাইরাল হয়ে যায় । এরপর ওই সংবাদমাধ্যমের এক সাংবাদিক বিধাননগর পুলিশের নজরে আনেন বিষয়টি । এরপর সাইবার ক্রাইম থানার পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে । খবর দেওয়া হয় অভিযুক্তদের সংশ্লিষ্ট এলাকার থানাগুলিকে । সেই মতোই নিউটাউন থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে সাইবার ক্রাইম থানার পুলিশের হাতে তুলে দেয় । তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সাইবার ক্রাইম থানার পুলিশে।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোরোনা নিয়ে কোনও গুজব ছড়াতে নিষেধ করেছিলেন । সেইমতো পুলিশকে উদ্যোগী হতে বলা হয়েছিল । এর আগেও কয়েকজন যুবককে বিধাননগর পুলিশের বিভিন্ন থানা এলাকা থেকে কোরোনা সংক্রান্ত গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ।