কলকাতা, 11 এপ্রিল : রাত পোহালেই বালিগঞ্জ উপনির্বাচন । এই উপনির্বাচনকে কেন্দ্র করে শহরে যাতে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না-ঘটে এবং শহরে আইন-শৃঙ্খলা যাতে ঠিকঠাক থাকে তার জন্য বদ্ধপরিকর লালবাজার । কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) শুভঙ্কর সিনহা সরকার ইটিভি ভারত-কে জানান, শহরে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না-ঘটে তার জন্য প্রচুর পুলিশকর্মী শহরের আনাচে-কানাচে মোতায়েন থাকছে । একাধিক মহিলা পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছে ।
বালিগঞ্জ উপনির্বাচনের দিন শহরে মোতায়েন থাকছে মোট 2 হাজার পুলিশকর্মী (Two thousand police in city for Ballygunge By Polls)। এর মধ্যে প্রায় 500 জন মহিলা পুলিশ কর্মী মোতায়েন থাকবে । তাছাড়াও বালিগঞ্জ উপনির্বাচনের দিন সকাল থেকেই শহরের এন্ট্রি ও এক্সিট পয়েন্টগুলোতে চালানো হবে নাকা চেকিংয় । উত্তর কলকাতার সিঁথি থানা এলাকায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কাছে বসানো হবে একটি নাকা চেকিং পয়েন্ট । সন্দেহভাজন গাড়িগুলিকে সেখানে দাঁড় করিয়ে পরীক্ষা করবেন পুলিশকর্মীরা । তাছাড়াও কলকাতা পুলিশের সংযুক্ত এলাকা যেমন বেহালা, ঠাকুরপুকুর, বাঁশদ্রোণী, যাদবপুর-সহ একাধিক জায়গায় থাকবে বিশেষ নাকা চেকিংয় ।