কলকাতা, 21 মে : রবীন্দ্র সরোবরে রোয়িং করার সময় ঝড়ের কবলে নৌকো। তার ফলে ঘটে গেল বিপত্তি । মৃত্যু হল দুই কিশোরের ৷ নৌকোতে ছিল 5 জন কিশোর ৷ এদের মধ্যে তিন জন সাঁতারে উপরে উঠে আসতে সক্ষম হলেও দুই জন জলে ডুবে যায় (Two teenagers die when boat capsizes in rabindra sarobar)। শনিবার ঘটনাটি ঘটে রবীন্দ্র সরোবর থানা এলাকার রবীন্দ্র সরোবর লেকে বিকেল পাঁচটা নাগাদ। মৃত দুই কিশোরের মধ্যে একজন পুষ্পেন সাধুখাঁ ৷ অপরজন সৌরদীপ চট্টোপাধ্যায় । দু'জনেরই বয়স 14 ৷
আরও পড়ুন :অরুণাচলের নিখোঁজ কিশোরকে খুঁজে পেল চিনা সেনা