কলকাতা, 13 ফেব্রুয়ারি : ব্যাঙ্কক থেকে গতকালই ফিরেছেন দু'জন । কোরোনা সংক্রমণ সন্দেহে বিমানবন্দর থেকে সরাসরি ইনফেকশাস ডিজিজেজ় অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁদের । এছাড়াও এই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও চারজন ভরতি রয়েছেন । এদের মধ্যে একজন চিন ফেরত এক ডাক্তারি পড়ুয়া, এক নান রয়েছেন । কলকাতার এই নানের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে । যদিও ডাক্তারি পড়ুয়ার সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট রিপোর্ট নেগেটিভ ।
ব্যাঙ্কক থেকে ফেরা এই দু'জনকে গতকাল দমদম বিমানবন্দর থেকে বেলেঘাটার এই হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় । স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা তাঁদের ভরতি করে নেন । আজ দু'জনের সোয়াবের নমুনা সংগ্রহ করা হবে । হাসপাতাল সূত্রে খবর, ডাক্তারি ওই পড়ুয়ার সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । আজ হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়া হতে পারে । চিন থেকে কয়েকদিন আগে দেশে ফিরেছেন এই ডাক্তারি পড়ুয়া । প্রথমে বাড়িতে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল । গলা খুসখুসসহ শ্বাসনালীতে অস্বস্তি হওয়ায় সোমবার বেলেঘাটা হাসপাতালে ভরতি হন তিনি । হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয় তাঁকে ।