কলকাতা, 7 জানুয়ারি: খাস কলকাতায় ফের আইএস জঙ্গি সন্দেহে 2 যুবককে গ্রেফতার করলেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ৷ ধৃত 2 যুবকের নাম মহম্মদ সাদ্দাম এবং সইদ আহমেদ। তারা আদতে হাওড়ার পৌরনিগমের 55 নম্বর আফতাবউদ্দিন মুন্সি লেনের বাসিন্দা ৷ আজ তাদের কলকাতা পুলিশের এসটিএফ গ্রেফতার করেছে খিদিরপুর এলাকা থেকে (Two suspected terrorists arrested in Kolkata) ৷ দুই যুবকের মধ্যে সইদ আহমেদ আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছেন ৷ মহম্মদ সাদ্দাম হলেন সইদের রুম পার্টনার ৷ ধৃতদের কাছ থেকে একাধিক ল্যাপটপ, মোবাইল ফোন, বেশ কয়েকটি বই এবং বেশ কিছু ইলেকট্রনিক্স ডিভাইস বাজেয়াপ্ত করেছে এসটিএফ ৷
তদন্তে নেমে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন, ভিন রাজ্য থেকে এরাজ্যে আগ্নেয়াস্ত্র সরবরাহ কাজে নিযুক্ত ছিল জঙ্গি সন্দেহে ধৃত দু’জন ৷ তাদের খিদিরপুর এলাকা থেকে গ্রেফতার করে সরাসরি নিয়ে যাওয়া হয় হাওড়ার 55 নম্বর ওয়ার্ডের আফতাবউদ্দিন মুন্সি লেনে ৷ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা জানতে পেরেছেন এই দুই যুবক 25 থেকে 30 বছর আগে থেকেই এরাজ্যে বসবাস করতে শুরু করেছে ৷