পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত নথির ছবি তোলার চেষ্টা এসএসকেএম হাসপাতালে ! - মমতার চোট

শুক্রবার মুখ্যমন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত নথি হাসপাতালের রেকর্ড রুমে পাঠানো হয় । সেখানেই দুই কর্মী নথির ছবি মোবাইল ফোনে তোলার চেষ্টা করেন বলে অভিযোগ । ওই দুই কর্মীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ।

ছবি তোলার চেষ্টা এসএসকেএম হাসপাতালে
ছবি তোলার চেষ্টা এসএসকেএম হাসপাতালে

By

Published : Mar 23, 2021, 6:56 AM IST

কলকাতা, 22 মার্চ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা সংক্রান্ত নথির ছবি তোলার চেষ্টা এসএসকেএম হাসপাতালে । এমনই অভিযোগ উঠেছে হাসপাতালের দুই কর্মীর বিরুদ্ধে । হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে ।

10 মার্চ নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে আহত হন মুখ্যমন্ত্রী । সেদিনই তাঁকে নন্দীগ্রাম থেকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে । উডবার্ন ব্লকের সাড়ে 12 নম্বর কেবিনে মুখ্যমন্ত্রীর চিকিৎসা হয় । 12 মার্চ সন্ধ্যার পর হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি । এদিকে, মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় বিরোধীদের তরফে একাধিক প্রশ্ন তোলা হয়েছে । যদিও, নিজের আহত হওয়ার ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী ।

এরই মধ্যে এসএসকেএম হাসপাতাল থেকে মুখ্যমন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত নথির ছবি তোলার চেষ্টার অভিযোগ উঠেছে । শুক্রবার মুখ্যমন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত নথি হাসপাতালের রেকর্ড রুমে পাঠানো হয় । সেখানেই দুই কর্মী নথির ছবি মোবাইল ফোনে তোলার চেষ্টা করেন বলে অভিযোগ । এরপর দুই কর্মীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

আরও পড়ুন : দুর্ঘটনাতেই আহত মমতা, জানাল নির্বাচন কমিশন


মুখ্যমন্ত্রীর চোট লাগার বিষয়টি খতিয়ে দেখে নির্বাচন কমিশন বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে । এসবের মধ্যে রয়েছে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নির্দেশক পদ থেকে সরানো হয়েছে বিবেক সহায়কে । পুলিশ সুপার প্রবীণ প্রকাশকে সাসপেন্ড করা হয়েছে । পাশাপাশি, 11 মার্চ নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগের ভিত্তিতে যথাযথ তদন্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । আগামী 31 মার্চের মধ্যে তদন্ত শেষ করে নির্বাচন কমিশনের কাছে সেই তথ্য পেশ করার কথাও বলা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details