পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনায় আরও 2 চিকিৎসকের মৃত্যু কলকাতায় - কোরোনায় মৃত্যু

কোরোনায় আক্রান্ত হয়ে আরও দুই চিকিৎসকের মৃত্যু হল কলকাতায় । মোট মৃতের সংখ্যা 30 পেরোল ।

covid
ফাইল ছবি

By

Published : Sep 11, 2020, 2:01 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর : প্রায় দিনই কোরোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যু হচ্ছে চিকিৎসকের । তরুণ থেকে প্রবীণ চিকিৎসকসহ মৃত্যুর সংখ্যা 30 পেরিয়েছে । গতকাল আবার দুই প্রবীণ চিকিৎসকের মৃত্যু হল । কলকাতারই দু'টি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তাঁরা । বুধ ও বৃহস্পতিবারও চিকিৎসকের মৃত্যু হয়েছিল ।

9 সেপ্টেম্বর মুকুন্দপুরের বেসরকারি একটি হাসপাতালে কোরোনায় আক্রান্ত 32 বছরের এক চিকিৎসকের মৃত্যু হয় । তিনি মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ বিভাগে সিনিয়র রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন ।


গতকাল যে দুই চিকিৎসকের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে একজনের বয়স 59 । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে গতকাল তাঁর মৃত্যু হয় । প্রথমে EM বাইপাসের ধারে বেসরকারি একটি COVID হাসপাতালে তাঁকে ভরতি করা হয়েছিল । সেখান থেকে তাঁকে ছুটিও দেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হতেই আবার তাঁকে হাসপাতালে ভরতি করতে হয় । 3 সেপ্টেম্বর থেকে কলকাতা মেডিকেলেই চিকিৎসাধীন ছিলেন তিনি । গতকাল হাসপাতালে এই চিকিৎসকের মৃত্যু হয় ।

অন্য চিকিৎসক মুকুন্দপুরের বেসরকারি একটি হাসপাতাল চিকিৎসাধীন ছিলেন । ষাটোর্ধ্ব ওই চিকিৎসক SSKM হাসপাতালের এক প্রাক্তন RMO ।


COVID-19-এ আক্রান্ত আরও দুই চিকিৎসকের মৃত্যুতে চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে এসেছে । COVID-19-এর পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, চিকিৎসক মহলের বিভিন্ন অংশে উদ্বেগ আরও বেড়েছে বলে সূত্রের খবর ।

ABOUT THE AUTHOR

...view details