কলকাতা, 24 এপ্রিল : কলকাতায় কোরোনা আক্রান্ত হলেন আরও দুই চিকিৎসক ও এক নার্স । তাঁদের মধ্যে এক চিকিৎসক ও ওই নার্স কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত । আর একজন বেহালার চিকিৎসক ।
কোরোনা আক্রান্ত কলকাতার আরও 2 চিকিৎসক ও 1 নার্স - coronavirus
কলকাতার আরও দুই চিকিৎসক ও এক নার্সের শরীরে মিলল কোরোনা ভাইরাস ।
এনিয়ে এখনও পর্যন্ত কলকাতা মেডিকেলে 13 জন চিকিৎসক কোরোনায় আক্রান্ত হলেন । কোরোনা আক্রান্ত ওই নার্স হাসপাতালে HDU-তে কর্মরত ছিলেন । ওই নার্সকে নিয়ে এখনও পর্যন্ত কলকাতা মেডিকেলের ছ'জন নার্স কোরোনা আক্রান্ত হয়েছেন । শেষ পাওয়া খবর অনুযায়ী, হাসপাতালের ছ'জন স্বাস্থ্যকর্মীও কোরোনায় আক্রান্ত । কলকাতা মেডিকেলে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট 24জন কোরোনা আক্রান্ত ।
এদিকে বেহালার যে চিকিৎসক কোরোনায় আক্রান্ত হয়েছেন তিনি স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিকের চিকিৎসা করেছিলেন বলে জানা গিয়েছে । সেন্ট্রাল মেডিকেল স্টোরের দায়িত্বে থাকা স্বাস্থ্য দপ্তরের ওই আধিকারিক বর্তমানে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । তিনি ভেন্টিলেশনে রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর ।