পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে কোরোনা আক্রান্ত আরও 3, বেড়ে দাঁড়াল 18 - কোরোনাভাইরাসের চিকিৎসা

image
কোরোনা

By

Published : Mar 28, 2020, 7:40 PM IST

Updated : Mar 28, 2020, 11:58 PM IST

19:36 March 28

কলকাতা, 28 মার্চ: রাজ্যে আরও তিনজনের দেহে মিলল কোরোনা ভাইরাস  ৷ এই নিয়ে  রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 18 । এগরায় আজ দু’জন আক্রান্তের হদিস পাওয়া যায় ৷ তাঁরা অন্য এক কোরোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন ৷ এদিকে উত্তরবঙ্গে প্রথম কোরোনা আক্রান্তের হদিস পাওয়া গেল ৷ তিনি আপাতত উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসাধীন ৷ 

আজ সন্ধ্যার পর রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে এগরার আক্রান্ত দুই মহিলার বিষয়ে জানা যায় ৷ পরে উত্তরবঙ্গে আরও একজন কোরোনা আক্রান্তের হদিস পাওয়া যায় ৷ এগরার আক্রান্তদের মধ্যে একজনের বয়স 76 বছর ও অন্যজনের বয়স 56 বছর । এই দু’জনকেই কোয়ারানটাইনে রাখা হয়েছে ।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, পঞ্চসায়েরে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে 66 বছরের এক কোরোনা আক্রান্তের  চিকিৎসা চলছে ৷ তাঁর সরাসরি সংস্পর্শে আসেন এগরার এই দুই মহিলা ৷

66 বছর বয়সি ওই আক্রান্তের শারীরিক অবস্থা বেশ কিছুটা খারাপ । তবে, নতুন করে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়নি । 9 দিনের জ্বর নিয়ে গত 23 মার্চ পঞ্চসায়েরের বেসরকারি হাসপাতালে তিনি ভরতি হন । কলকাতার বাসিন্দা । 12 মার্চ পরিবারের সদস্যদের সঙ্গে মেদিনীপুরে এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন একটি অনুষ্ঠানে । তারপর  14 মার্চ জ্বরে আক্রান্ত হন তিনি । 

Last Updated : Mar 28, 2020, 11:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details