কলকাতা, 13 এপ্রিল: বেহালার 121 নম্বর ওয়ার্ডে তৃণমূলের দুই গোষ্ঠীর ঝামেলার প্রকৃত কারণ হিসেবে উঠে এল নয়া তথ্য় ৷ জানা গেল কাটমানি এবং তোলাবাজির টাকা ভাগ করাকে কেন্দ্র করেই দুই গোষ্ঠীর মধ্য়ে গন্ডগোল বলে অভিযোগ স্থানীয়দের (Clash at Behala) ৷ প্রায় 14 ঘণ্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পাশাপাশি কীভাবে ওই এলাকায় আইন-শৃঙ্খলা হাতের বাইরে গেল তা নিয়ে ইতিমধ্যেই পুলিশের কাছে রিপোর্ট চাইল লালবাজার।
মঙ্গলবার রাতে বেহালার চড়কতলায় তৃণমূল কংগ্রেসের আদি বনাম নব্য দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয় । প্রথমে ইট ছোড়া, ভাঙচুর দিয়ে শুরু হলেও পরে গুলি চলতে শুরু করে । জানা যায়, বেহালা থানার পুলিশ এলেও ঘটনা নিয়ন্ত্রণে আসেনি । পুলিশের সামনেই চলে গুলি । এলাকায় একটি চড়ক মেলা হয় । সেই মেলার কমিটির দায়িত্ব কার হাতে থাকবে, তা নিয়েই দু’টি গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় বলে অভিযোগ । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেধড়ক মারধরের পাশাপাশি গাড়ি, মোটরবাইক, স্কুটি–সহ একাধিক গাড়িতে চলে ভাঙচুর । ভাঙচুর চালানো হয় তৃণমূল (Trinamool Congress) পার্টি অফিসেও । ভেঙে দেওয়া হয় সিসি ক্যামেরা, জানালার কাচও । সংঘর্ষের আঁচ গিয়ে পড়ে স্থানীয় কিছু বাড়িতেও । বাড়িও ভাঙচুরের পাশাপাশি ভাঙা হয় বাইক । 10টি বাড়ি ও বেশ কয়েকটি গাড়িতেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ।