কলকাতা, 7 সেপ্টেম্বর: মধ্যমগ্রামের বাদুড়িয়া রোড এলাকায় সক্রিয় রয়েছে অস্ত্র পাচার চক্র । কয়েকদিন আগেই সূত্র মারফত এই খবর এসেছিল ৷ আর গতরাতে নির্দিষ্ট খবরের ভিত্তিতে তল্লাশি চালানো হয় শৈলেশনগরে । উদ্ধার হয় চারটি সেমি অটোমেটিক 7mm পিস্তল । সেগুলির ম্যাগাজিনে ছিল 10 রাউন্ড গুলি । গ্রেপ্তার করা হয়েছে 2 অস্ত্র ব্যবসায়ীকে ।
মধ্যমগ্রামে অস্ত্র পাচার চক্রের হদিশ, আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 2
মধ্যমগ্রামে উদ্ধার চারটি সেমি অটোমেটিক 7mm পিস্তল । গ্রেপ্তার করা হয়েছে 2 অস্ত্র ব্যবসায়ীকে ।
CID সূত্রে খবর, মধ্যমগ্রামের শৈলেশনগরের গেট নম্বর 3-এর কাছে অস্ত্র পাচার চক্র সক্রিয় রয়েছে বলে খবর পান গোয়েন্দারা । সেখানেই চালানো হয় তল্লাশি । পাকড়াও করা হয় 50 বছরের গঙ্গা মাল এবং 35 বছরের দিলীপ পাসোয়ানকে । গঙ্গার বাড়ি চুঁচুড়া থানা এলাকার সাহাগঞ্জে । আর দিলীপের বাড়ি ভদ্রেশ্বরের তেলিপাড়া এলাকায় । ওই দুই দুষ্কৃতীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছাড়াও উদ্ধার হয়েছে ছ'টি ম্যাগাজিন । এই দুষ্কৃতীরা মধ্যমগ্রামের শৈলেশনগরে অস্ত্র দিতে এসেছিল না নিতে এসেছিল, তা জানাতে চাইছেন না গোয়েন্দারা । তদন্তের স্বার্থেই এবিষয়ে গোপনীয়তা রক্ষা করা হচ্ছে বলে জানানো হয়েছে ।
ধৃতদের আজ বারাসত আদালতে পেশ করে 14 দিনের পুলিশ হেপাজতের আর্জি জানানো হবে বলে CID সূত্রে খবর । আসলে গোয়েন্দাদের সন্দেহ, এর পিছনে বড়সড় অস্ত্র পাচার চক্র রয়েছে । ধৃতদের জেরা করে আরও অস্ত্র উদ্ধার হতে পারে বলে সন্দেহ গোয়েন্দাদের । হদিশ মিলতে পারে অস্ত্র কারখানার ।