পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শহিদ মিনার চত্বর থেকে জালনোট সহ ধৃত তামিলনাড়ুর বাসিন্দা - fake note

2 লাখ টাকার জালনোট সহ রাজ্যের দুই বাসিন্দাকে গ্রেপ্তার করল স্পেশাল টাস্ক ফোর্স । গতকাল বিকেলে কলকাতার শহিদ মিনার চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।

জালনোট

By

Published : May 14, 2019, 1:11 PM IST

Updated : May 14, 2019, 1:19 PM IST

কলকাতা, 14 মে : শহিদ মিনার চত্বর থেকে জালনোট সহ গ্রেপ্তার করা হল তামিলনাড়ুর দুই বাসিন্দাকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 2 লাখ টাকার জালনোট ।

ধৃত ব্যক্তি

কলকাতা পুলিশের STF সূত্রে খবর, গতকাল বিকেলে আটক করা হয় মণি গোবিন্দন, ভেলু মালাপ্পন নামে দুজনকে । তাদের আটক করা হয় শহিদ মিনার এলাকা থেকে । তাদের কাছ থেকে উদ্ধার হয় 2 লাখ টাকার জালনোট । পরে তাদের গ্রেপ্তার করা হয় ।

ধৃত ব্যক্তি

পুলিশ জানিয়েছে, ধৃত দুই ব্যক্তিকে জেরা করে জানার চেষ্টা চলছে, তারা এরাজ্য থেকে জালনোট তামিলনাড়ুতে নিয়ে যাচ্ছিল না কি অন্য কোনও জায়গা থেকে জালনোট এনে শহরে ছড়িয়ে দিচ্ছিল ।

Last Updated : May 14, 2019, 1:19 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details