পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fake Job : কলকাতা পৌরনিগমে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার 2 - Two fraudsters arrested from Kolkata

ভুয়ো নিয়োগপত্র নিয়ে আজ পৌরনিগমের সদর দফতরে কাজে যোগ দিতে আসেন এক মহিলা । কাজে যোগ দিতে এসে দেখেন তাঁকে ভুয়ো নিয়োগপত্র দেওয়া হয়েছে । এরপরে ওই ভদ্রমহিলা পুলিশের কাছে সমস্ত ঘটনা জানিয়ে অভিযোগ করেন। এরপরে দুই প্রতারককে গ্রেফতার করে নিউমার্কেট থানা ।

কলকাতা পৌরনিগম
কলকাতা পৌরনিগম

By

Published : Aug 9, 2021, 8:19 PM IST

কলকাতা, 9 অগস্ট : কলকাতা পৌরনিগমে ফের চাকরির নামে প্রতারণার অভিযোগ । একদিন আগেই উত্তর কলকাতার কাশীপুর থেকে চাকরির নামে প্রতারণার অভিযোগে অশোক পারুয়া নামে এক প্রতারককে গ্রেফতার করা হয় । এরপরই এদিন কলকাতা পৌরনিগমের সদর দফতরে চাকরির নামে প্রতারণা চক্রের দুই অভিযুক্তকে গ্রেফতার করল নিউমার্কেট থানা । একজনের নাম অমিতাভ বোস ৷ অপর জনের নাম দিব্যেন্দু বর্ধন । এই দুই প্রতারকের বিরুদ্ধে অভিযোগ, চাকরির নামে তারা 35 জনের থেকে দু লাখ টাকা করে নিয়েছে ।

কলকাতা পৌরনিগম
ভুয়ো নিয়োগপত্র নিয়ে আজ পৌরনিগমের সদর দফতরে কাজে যোগ দিতে আসেন এক মহিলা । কাজে যোগ দিতে এসে দেখেন তাঁকে ভুয়ো নিয়োগপত্র দেওয়া হয়েছে । এরপরে ওই ভদ্রমহিলা পুলিশের কাছে সমস্ত ঘটনা জানিয়ে অভিযোগ করেন। তাঁর অভিযোগ, চাকরির জন্য তাঁর কাছ থেকে 50 লাখ টাকা নেওয়া হয়েছে । কলকাতা পৌরনিগমের পার্সোনাল ডিপার্টমেন্টে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছে এই দুই প্রতারক । এরপরে কলকাতা পৌর নিগমের পার্সোনাল ডিপার্টমেন্টের সামনে থেকে এক প্রতারককে আটক করে পুলিশ । পরে হগ মার্কেটের সামনে থেকে দ্বিতীয় প্রতারককে আটক করা হয়। এই দুই প্রতারককে গ্রেফতার করেছে নিউমার্কেট থানা । সম্পূর্ণ ঘটনার তদন্ত করছে নিউমার্কেট থানা ।

আরও পড়ুন,Fake Police : কলকাতা পুলিশে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেফতার ভুয়ো পুলিশকর্মী



দেবাঞ্জন দেবের ঘটনার পরেই কলকাতা পৌরনিগমের সদর দফতরে আঁটোসাঁটো করা হয় নিরাপত্তা ব্যবস্থা । পৌরনিগমের অন্দরে সর্বত্র বসানো হয় সিসিটিভি । পরিচয়পত্র ছাড়া কলকাতা পৌরনিগমের প্রবেশ নিষিদ্ধ করা হয় । দালালচক্র রুখতে একাধিক পদক্ষেপ করে কলকাতা পৌরনিগম ।

ABOUT THE AUTHOR

...view details